//মন অধিনায়ক চলার প্রতিটি পথে//
চাইছ যেমন, ঠিক তেমনই থাকো
নিজের ইচ্ছামতো নিজেকেই রাখো
আমি পারব না তোমাকে বদলে দিতে
তুমি বদলাবে নিজ ইচ্ছারই সাথে।
তোমার যে মন, অনন্য এক বাস্তব
সেখানে প্রবেশ একরকম অসম্ভব
অনন্য, তাই প্রত্যেক মন চিরস্বাধীন
এই স্বাধীনতা থাকবেই হয়ে চির নবীন।
জীবন গড়লে, বেঁচে থাকতেই হবে
অনন্তকাল জীবন কি আর থাকবে!
আগমন হবে, হয়ে যাবেই প্রস্থান
এই পদ্ধতি প্রকৃতিদত্ত অম্লান।
প্রকৃতি দিয়েছে বাঁচার সব সাধন
তাতেই জড়াতে হবে প্রত্যেক মন
মন অধিনায়ক চলার প্রতিটি পথে
আদেশ মানলে, জীবন পুষ্প রথে।
হাতছানি আছে আলোর এবং কালোর
কোন আকর্ষণ কাকে অভিভূত করবে
জীবন নিজের, নিজেই করবে ঠিক
নির্ণয় করে দেবে মন সেই দিক।
সূচনার দিনে জীবন ছিল যেমন
থাকে না পরের দিন ঠিক তেমন!
ক্রমাগত পরিবর্তনই ভূবনে ধ্রুবক
কেন যে হব না এই ধ্রুবকের সমর্থক!
তোমার ইচ্ছা আলাদা আমার থেকে
কিছু কিছু মিল হয়তো কখনো থাকে
কিছু মিল নিয়ে হতেই পারে না মূল্যায়ন
অনন্যতা যে ভরিয়ে রেখেছে প্রতি জীবন।
শৈশব থেকে পৌছে গেলেই যৌবনে
অভিভাবকের প্রভাব কমবে জীবনে
নিয়ে নিতে হবে জীবন নিজ কবলে
নির্ভরতায় জীবন যাবেই রসাতলে।
সবাই পেয়েছে বহুব্যয়সাপেক্ষ সাথী
এই সাথী মন ঠিক করে দেয় নিয়তি
তদবির করে রাখতে হবেই এই মন
মন বিই সরাবে জীবনের কালো আবরণ।
সুবীর সেনগুপ্ত