//মন নিয়ে খেলা অসাধারণ//
কাছেই এসেছে থাকার জন্য
দূরে কেন যাবে! সেটাই প্রশ্ন
প্রশ্ন করার কী যে আছে মানে!
যে যাওয়ার যাবে, রাখবে চিহ্ন|
কাছে এসেছিল, কেন এসেছিল!
আসার কারণ কী সে বলেছিল!
কারণে যা ছিল, তা ছিল অন্য
দূরত্বে যাবে তা কী বলেছিল!
আবার কী আর আসতে চাইবে!
সেই ভাবনায় গিয়ে কী যে হবে!
আসতে চাইলে, বলব কী এসো!
চেয়ে তো দেখুক, জবাব শুনবে|
কেউ কিছু চায়, চাইতেই পারে
কেউ কিছু দেয়, নয় অন্যায়
কোথায় তা হলে হয় সমস্যা!
কারণ অনেক, আছে বিবিধতায়|
তরল মন যে সরল হয় না
একদম নয় তা তো বলছি না
যেহেতু তরল বদলেই যায়
বদলে গেলেও, সব বিপক্ষে না|
বদলানো মানে সে তো ভিন্নই
ভালো কী খারাপ, আজ জানা নেই
পরিবর্তন পক্ষে না গেলে
সমস্যার উদ্ভব তো হবেই|
কেউ কিছু দিয়ে ফেরত চায় না
চাওয়ার প্রশ্ন ভাবাই যায় না
কেউ কিছু নিয়ে ফেরত দেয় না
ফেরতের আলোচনাই হয় না|
শরীর মন আর অনেক জিনিস
জিনিস সবই নিষ্প্রাণ পদার্থ
তবুও ফেরত নিয়ে কথা নয়
ফেরতের কথা মূর্খ ধারায়|
দেওয়া নেওয়া হলে শরীর ও মন
নিশ্চিত হতে হবে আমরণ
আসা যাওয়া হবে ধর্মশালাতে
মন নিয়ে খেলা নয় সাধারণ|
সুবীর সেনগুপ্ত