//মন খুলে দাও সরবে//
আমি কি রাত্রি
কালো দিয়ে ঢেকে দেবো!
না আমি তপন
শুধু আলো দিয়ে জড়াবো।
আলো আর কালো
দুটোরই প্রভাবে আছি
অবস্থা বুঝে
চলে আসি কাছাকাছি।
তোমারই মতন
আমি সাধারণ একজন
বিশেষ ক্ষমতা
করব কী করে আয়োজন!
কী বলে জানাই
আমাকেই করো বিশ্বাস
সামান্য প্রয়াস
করেই নাওনা শ্বাস।
তুমি কী চাইছ
বুঝতে আমার অন্তর!
যদি চেয়ে থাকো
বুঝতে পারবে পরিসর।
করছ না কেন
তুমি আমাকেই প্রশ্ন!
জানিয়ে দিয়েছি
তুমিই আমার রত্ন।
কত অপেক্ষা
করতে যে হবে আমাকে!
নাকি অপেক্ষা
ফেলবে আমায় বিপাকে।
শুধু আলো চাও
বলতে কি মনে দ্বন্দ্ব!
তাই যদি হয়
দূরে যাবে সব আনন্দ।
তোমার চেতনা
শুধু তোমারই আয়ত্তে
সুস্থ ভাবনা
চেষ্টা তো করো আনতে।
ঢাকতে চাইনা
তোমাকে আমার প্রভাবে
তবে শুধু চাই
খুলে দাও মন সরবে।
সুবীর সেনগুপ্ত