//মন যখন শক্ত, সমস্যা ভক্ত//

সমাধানে নেই মন
সমস্যা বেড়ে চলে
এক থেকে দুই হয়
চাপ বাড়ে তালে তালে।

শেষ তো দেখতে হবে
কাজ যদি নেই হাতে
অধরা থাকলে কাজ
ফল যাবে বিপরীতে।

হাঁটাহাঁটি করা চাই
বাড়ী ছাড়ি ভোরবেলা
মাঠে গিয়ে বসে পরি
এ তো কাজে অবহেলা।

মাঝ পথে না থেমে
কাজ না করলে হয়
গড়বে না সমস্যা
মন বিহ্বল নয়।

সমস্যা থাকবে না
কাজ না থাকলে পরে
এই কথা বলি যদি
বলছি কি ভুল করে!

সমস্যা প্রতিদিন
যদি আসে অহরহ
বুঝতে হবেই হবে
কাজে নেই আগ্রহ।

চাইবে না সমস্যা
সমস্যা এসে যাবে
কারণ থেকেই থাকে
কারণ বিহীন পাবে।

সমস্যা এসে গেলে
মন তাতে জড়াবে
গুরুত্ব বেশি দিলে
সমস্যা স্থায়ী হবে।

হেসে খেলে নিয়ে নিলে
সমস্যা মুশকিলে
চলে যেতে চাইবেই
দেবে খুশি চলে গেলে।

বহু বহু সমস্যা
সাথে আনে সমাধান
সেই সমস্যা গুলো
মনে হয় যেন দান।

কখনো যে সমস্যা
লাগে বন্ধুর মতো
তার থেকে উপকার
এসে যায় অবিরত।

সমস্যা লুকিয়ে আছে
প্রতিটি কাজের মাঝে
জাগিয়ে না তুললে
থেকে যায় নিজ লাজে।

আসার আগেই কেন
ভাবি নিয়ে সমস্যা
অজ্ঞানে ডাকি নাকি!
চাই হোক সদস্যা।

আগেভাগে পথ খুঁজি
সমস্যা তাড়ানোর
মনে হয় এটা ভুল
নিশীথে আসে না ভোর।

সুবীর সেনগুপ্ত