//মহাকাশ//

অনন্ত শূন্যের সন্ধানে মহাকাশে
মানুষ দিয়েছে পাড়ি কোনো এক নব আশে
এটাই কী হতে পারে সঠিক এক ধারণা!
অনন্ত শূন্য কী আছে কোনো অভিলাষে!

খুঁজে পেলে শূন্য, লাগবে কী কোনো কাজে!
কী এমন উপকার হয়ে যাবে মানুষের!
শূন্য তো শূন্যই, তার মাঝে কিছু নেই
কিন্তু আছে তো স্থিতি মহাকাশে শূন্যের।

আসলে শূন্য নয়, খুঁজে পেতে চাই স্থান
স্থানের অভাব হলে, প্রাণ হবে খানখান
তখন ঐ মহাকাশে পাড়ি দিয়ে বসবাস
পেয়েছি যা একদিন করে অনুসন্ধান।

মানুষের তৃষ্ণার অন্ত কী হতে পারে!
হয়না, সে কারণেই সন্ধান বারেবারে
গ্রহ থেকে উপগ্রহ জানবার প্রবণতা
পাঠিয়ে দিচ্ছে যান গবেষণা করে করে।

জেনেছি অনেক কিছু, বাকী আছে তারও বেশী
এ-দেশ ও-দেশ মাঝে চলছেও রেষারেষি
কে আগে গড়তে পারে কোথাও উপনিবেশ
সেই তো হবে মালিক, জমি পাবে রাশিরাশি।

মহাকাশে আলো নেই, একটুও হাওয়া নেই
মহাকাশে থাকা যায়, শূন্যে ভেসে ভেসেই
ইচ্ছা তো সেটা নয়, নজর ভূমির দিকে
মঙ্গল, নাকি শনি, কিংবা বৃহস্পতিতেই।

বৃদ্ধি হচ্ছে জ্ঞান, নেই কোনো সংশয়
জ্ঞান কী লাগছে কাজে! দুষ্কর মনে হয়
এটুকু বলতে পারি, প্রয়াস সফল হবে
সময় লাগবে কত! হয়নি তো নির্ণয়।

সুবীর সেনগুপ্ত