//মিথ্যেই মিছিমিছি//
মিছিমিছি রেষারেষি
স্বার্থকে দোষাদুষি
তারপরে পেষাপেষি
শেষে লাভ নিয়ে কেন ভাবনা!
এই ভাবনা শুরুতে কী হয় না!
মিছিমিছি খাওয়া খাওয়ি
তারপর চাওয়া চাওয়ি
হবে নাকি পাওয়া পাওয়ি!
হয়না তা সকলেই ভালো করে জানি
খাওয়া খাওয়ি না করলে পাওয়া হবে, মানি।
মিছিমিছি কাটাকাটি
কটু কথা ফাটাফাটি
অযথাই মাতামাতি
বাঁকা পথে চলা কেন ইচ্ছাই আমাদের!
সোজা পথ ধরলেই, কিছু লাভ সকলের।
মিছিমিছি সংশয়
সাথে নিয়ে বরাভয়
ডেকে আনা শুধু ক্ষয়
বারবার একই ভুলে যাওয়া কেন হয়!
ভাবি নাকি এ ভাবেই এসে যাবে জয়!
মিছিমিছি ঘোরাফেরা
সময় খারাপ করা
পরে কোনো অনুতাপে ভরে নাকি মন!
ভরে না কারণ টানে একই প্রকরণ।
মিছিমিছি গালাগালি
দিয়ে পাই হাততালি
পূর্ণ হয়না থালি
সব মেকী প্রশংসনে কেন ডুবে যাই!
আসল না পেয়ে ধরি এই পাওয়াটাই।
মিছিমিছি মিথ্যে
কেন আসে চিত্তে!
শুধু ঘোরা বৃত্তে
সত্যকে সাথে নিয়ে বাস্তবে চলা
আর তা করলে হবে পূর্ণ ষোলো-কলা।
সুবীর সেনগুপ্ত