//মিথ্যে দেয় না সন্মান//
তুমি মিথ্যের সাথ দিয়ে থাকো
এই ধারণাই হয়েছে আমার
প্রতিবাদ করি, না বলবে কী!
চাইব প্রমাণ, নয় মিথ্যাচার।
মিথ্যাবাদীর পরিচিতি নিয়ে
মন জয় করা কাজ মুশকিল
এই কাজ যদি হয় অপছন্দ
কথোপকথনে লাগাবই খিল।
মিথ্যে কী তুমি হামেশাই বলো!
তা যে নয় তার পেয়েছি প্রমাণ
তোমার নামটি জানতে চাইলে
ঠিক নামটাই কানে তোলে তান।
কখন কোথায় আর কী বলবে
স্বাধীন ইচ্ছা এটাই তোমার
ঠিক তখনই প্রশ্নটা জাগে
যা তোমায় করে থাকি বারবার।
কেন করি আমি তোমাকে প্রশ্ন!
প্রচুর লোক তো আছে চারপাশে
কিন্তু তাঁরা যে মিথ্যে বলে না
প্রশ্ন করলে, তাঁরা খালি হাসে।
প্রায় সর্বদা মিথ্যের সাথে
হও নাকি তুমি খুব লাভবান!
তাই যদি হয়, জানতে চাইব
মিথ্যে কী দিতে পারে সন্মান!
আগেই বলেছি ইচ্ছা স্বাধীন
স্বাধীন তোমার আর সব্বার
যে মিথ্যেবাদী চাইবেই হতে
তাকে আটকানো সাধ্যই কার!
মিথ্যেকে রেখে সদা পাশে পাশে
তুমি পথ চলো দৃঢ় বিশ্বাসে
মিথ্যে কী তোমায় দেয় বিশ্বাস!
ভাবি বসে বসে আমি অবকাশে।
তুমি যে জানোনা আমার ভাবনা
তাই তো ভাবো না পরিবর্তন
মিথ্যে তোমায় ফেলবে বিপদে
কর্মের ফল পেয়ে যায় মন।
সুবীর সেনগুপ্ত