//মিলে গেলে মন, সাথী হয় খাঁটি//
কারো মনে লাজ
কারো মনে সাজ...
কেউ শুধু ভাবে
করে যাবে রাজ...
কেউ বসে বসে
টিভি দেখে দেখে
ভাবে দুনিয়াটা
রঙিন সমাজ।
কেউ পরে ঢলে
ঘুমের কবলে...
আঁধার নামলে
নিকটে ভূতলে...
আর কেউ জেগে
গভীর রাতেও
পড়ে আর লেখে
খুশি পলে পলে।
কেউ ঘড়ি ধরে
সব কাজ করে...
কেউ অনিয়মে
ডানা মেলে ওড়ে...
কোনটা যে ভুল
আমি তো জানিনা
জানি এইটুকু
জীবন আদরে।
সুরে ভুল হয়
কেটে যায় তাল...
লেখা বদলায়
লিখে ভুলভাল...
অবাধ জীবন
কারো হয় নাকি
হবে হবে হবে
চিনি হলে ঝাল।
সকলে মানুষ
তবু এক নয়...
নারী বা পুরুষ
আলাদাই হয়...
সব পুরুষ কি
এক হবে নাকি
সব নারী নয়
সমতা ধারায়।
কথা মানুষের
বিবিধ ভাষায়...
কথা দিয়ে নিয়ে
ভাব বিনিময়...
ভাব থেকে গড়ে
ক্ষণে ক্ষণে মত
প্রতিটি মানুষ
এতে জুড়ে যায়।
কেউ খায় ভাত
খায় কেউ রুটি...
তাও দুয়ে মিলে
গড়ে তোলে জুটি...
ভাত রুটি নয়
মন মেলা চাই
মিলে গেলে মন
সাথী হয় খাঁটি।
কারো চাপ নেই
হলে পরাজয়...
কেউবা জিতেও
গালে হাত দেয়...
আমরা সবাই
একক অস্তিত্ব
মিল নিয়ে আশা
করা ভুল হয়।
সুবীর সেনগুপ্ত