//মায়া, শুধু মায়ায় ভরা জীবন//
এ কী স্বপ্ন, নাকি বাস্তব!
এ কী রহস্যে অনুভব!
জীবনের মনে শুধুই কী এই খেলা!
কেন মিছামিছি সময়ের অবহেলা!
ঘুম খাওয়া দাওয়া
কাজ করে যাওয়া
প্রতিদিন একই নিয়মের অনুবর্তন
এই অর্থে কী জীবনের আগমণ!
আমরা সবাই অনুরূপ জীব
প্রাণ আছে তাই থাকিও সজীব
একদিন হয়ে যাব নির্জীব নিশ্চিত
খুবই নড়বড়ে জীবনের এই ভিত।
স্বপ্ন দেখেই করে যাই আশা
আশার মরণে শুধুই নিরাশা
দুই-এক আশার পূর্ণতাতেই তৃপ্তি
এই তৃপ্তির হয় না তেমন ব্যাপ্তি।
জীবনের এক তৃতীয়াংশই ঘুম
কিছুটা সময় ক্ষণিক সুখে ধুম
আর যাতায়াতে কত যে সময় যায়!
কী আর থাকে বাকী জীবন পাতায়!
জীবনের স্থিতিকাল সীমানায় বন্দী
সীমানা বাড়াতে সফল হয় না ফন্দি
চেতনার মাঝে শেষ পরিণাম থাকে না তো
অবচেতনায় বোধহয় জীবন শাশ্বত।
মায়া, শুধু মায়ায় ভরা জীবন
সময়ে সময়ে গড়ে তুলি বন্ধন
তারপরে হই জট ছাড়াতেই ব্যস্ত
এই কাজে অসফল হয়ে হই ত্রস্ত।
কেন আর কী কারণে এই জীবন!
নগণ্য জ্ঞান জানতে পারে না কারণ
এভাবে চলেছে, চলবেও তাই ভবিষ্যতে
আর জিজ্ঞাসা চলতে থাকবে অনুপাতে।
সুবীর সেনগুপ্ত