//মাথা নিয়ে কেন এত মাথা ব্যাথা//

মাথা নত রেখে শুধু নীচু দেখে
চালাতেই থাকি শরীর সড়কে
শুধু একটাই বাধার সম্মুখীন
ঊর্ধাভিমুখী হওয়াই হয় কঠিন।

উঁচু করা যায় নিচু করা যায়
এই কেরামতি আছে সংজ্ঞায়
উঁচুতে নিচুতে হয় না আপনা আপনি
মাথা থাকে সোজা এ তো সকলেই জানি।

চোখের মনির সাথে খেলা যায়
ইচ্ছে করলে ট্যারা করা যায়
দেখি নাকি সবকিছু চোখ ট্যারা করে
ট্যারা চোখে দেখা কার কামনার চত্বরে!

রাখতেই পারি এলোমেলো চুল
চিরুনির কাজে থাকবে না ভুল
থাকতে কি পারি এলোমেলো চুল নিয়ে!
কেউ যদি থাকে, দৃশ্য যাবেই হারিয়ে।

এমন নজির আছে শত শত
চোখের সামনে ঘোরে অবিরত
এইসব নিয়ে বিশেষ চিন্তা হয় কী!
বিশেষ চিন্তা পরিবর্তন আনে কী!

দূরে রেখে এই সব দৃষ্টান্ত
আসবে না মনে অশুভ দ্বন্দ্ব
এ সব না করে পথ চললেই হয়
অহেতুক কেন মাথা নিয়ে করা ভয়!

মাথা নিয়ে যদি এত মাথাব্যথা
কমতে থাকবে কাজের ক্ষমতা
কাজ কমে গেলে কম হয়ে যাবে আয়
মাথা ব্যথা বেড়ে শান্তি ঘুঁচবে আঙিনায়।

ঘাড়ের উপর থাকবেই মাথা
মাথাতেই চোখ নাক মুখ গাঁথা
মাথা আনম্য, উঁচু নীচু করা যায়
তা না করে সোজা রাখলেই ভালো হয়।

মাথা সোজা মানে দৃষ্টি সামনে
দেখা হয়ে যাবে ঠিক পরিমানে
প্রয়োজন মতো উঁচুতে নীচুতে পাশে
কী যে দরকার চলা চোখ রেখে ঘাসে!

সুবীর সেনগুপ্ত