//মানুষ ভালবাসবে মানুষ//
বদ্রীনাথেই পাদ্রীর ভীড়
মসজিদে বসে আছে পুরোহিত
গীর্জাতে গিয়ে পড়ছে মন্ত্র
মোল্লার দল, এ কী অনুচিৎ!
এ কী হয়ে গেল আমাদের দেশে!
ধর্মের জ্ঞান উবে গেল নাকি!
তখনই তো হবে এই পরিস্থিতি
যখন সবাই মত্ত জোনাকী।
গীতা বাইবেল, সঙ্গে কোরান
আছে আরো বহু ধর্ম গ্রন্থ
প্রত্যেকে জানে কোনটা যে তাঁর
অন্য গ্রন্থ পড়ে কী ভ্রান্ত!
কোণায় কোণায় ধর্মের স্থান
বিশ্বাস নিয়ে লোক যায় ছুটে
বাধা বা নিষেধ কোত্থাও নেই
এই যাওয়া আসা হতে পারে জোটে।
আমার জন্ম, তোমার জন্ম
সবার জন্ম একই ধারাতে
জন্মের সাথে কে কী নিয়ে আসে!
শরীর ও মন শুধু তার পাতে।
বেছে বেছে কেউ পাই না ধর্ম
যেটা পেয়ে যাই, নিয়ে নিতে হয়
তবে পরিণত বয়সের পরে
বাছার সুযোগ তাও এসে যায়।
মোল্লা পাদ্রী আর পুরোহিত
তাঁরা আমাদেরই কোনো আত্মীয়
আমাদেরই মতো পেয়েছে ধর্ম
তাঁরা তাই করে যা যা করণীয়।
পুরোহিত যদি যায় গীর্জায়
হয় নাকি তাঁর কোনো অন্যায়!
কি কারণে হবে, কারণই নেই
আসলে হওয়ার নেই যে উপায়।
প্রথমে আমরা সবাই মানুষ
আমরা সহানুভূতির প্রতীক
মানুষ ভালবাসবে মানুষ
এটাই কি নয় একদম ঠিক!
সুবীর সেনগুপ্ত