//মালির জানার কথা, কখন ফুটবে ফুল//

আমার জানার কথা নয়
কেউ জানবে না মনে হয়
যে কোষনো ভাবনা একটি মনের দখলে
সেই কারণেই থাকবে সবার আড়ালে।

তুমি যা বলবে, ভেবেছ
সাবধানে ধরে রেখেছ
ভাবনা ভীষণ উদ্বায়ী, তা কি জানো না!
বদলেই যায়, এ তো নয় শুধু ধারণা।

ভাবনা কঠিন হবে না
তরল হতেও পারে না
করা যাবে নাকি এর ঠিক বিশ্লেষণ!
ভাবনা শুধুই মনের প্রতিফলন।

ভাবনা এবং মনকে জেনেছি
ব্যাখ্যাতে গিয়ে হেরেও গিয়েছি
কখনো জিতব, সেই আশা করা বোকামি
ঈশ্বর দিতে পারবে ব্যাখ্যা, মানি আমি।

কিছু বলে আমি থেমেছি
তোমার জবাব চাইছি
জবাব না দিয়ে বললে, 'তুমি তো জানো'
এই কথা বলে পার পাবে না, তা জেনো।

যে ভাবনা এক মনের ভিতরে
আছে নিরাপদে, নেই খোলা দ্বারে
যার মন তাকে খুলে দিতে হবে দ্বার
বাইরে বেরিয়ে ভাবনা স্বাধীন অবতার।

কেউ যা জানে না, সেটা সে জানে না
যা খুশি বললে, সে তো মানবে না
তাই তো বলছি পাল্টে দাওনা উক্তি
অযথা দিও না কেবল কিছু কুযুক্তি।

গঠিত ভাবনা হয় মৃত হবে
নয়ত আলোয় প্রকাশিত হবে
এছাড়াও আছে আর এক সম্ভাবনা
আর সেটা হল গোপন রাখার বাসনা।

কে পারে জানতে ছাত্র মেধাবী!
যে গুরু সেই তো করবে এ দাবী
কার জানার কথা, অনুমান করা ভুল
মালি জেনে যাবে, ফুটবে কখন ফুল।

তুমি ফুল নও, আমি নই মালি
না বলা ভাবনা ভরেনি তো ডালি
কেন যে চাইছ হতেই চালাক অযথা
সকলে বুঝবে তোমার এই অবিজ্ঞতা।

বলার সময় মুখ খোলা চাই
সাথে সাথে মন খুলে বলা চাই
যাকেই বলছ তার হবে উপলব্ধি
সেটা করলেই গুণবাদ পাবে বুদ্ধি।

সুবীর সেনগুপ্ত