//লোভ থাক, তবে কারো ক্ষতি নয়//
লোভ এর অভাবে লাভ মুছে যাবে
পাওয়া হয়ে যাবে সাধারণ
পাওয়া থেকে আসা সব আনন্দ
আঁকড়ে ধরবে এই মন।
সৎ উদ্দেশ্যে কাজ হাতে নিয়ে
উদ্দেশ্য পূরণে মন যায় ধেয়ে
অনেক উদ্দেশ্য হতেই তো পারে
লোভ লাভ তাতে যায়না জড়িয়ে।
ক্ষুধা বাড়লেই কিছু খেতে হবে
আহার না পেলে কী বিপদ!
বিপদের রূপ খুবই স্পষ্ট
শুধু বুঝবে না অবোধ।
লোভ বেড়ে গেলে, কী হবে ভাবছি
হবে কী লাভ এর আগমণ!
অনেক ক্ষেত্রে তাই হয়ে যায়
মন জুড়ে লাভ অনুক্ষণ।
লোভ আর পাওয়া, দুটোই তো ক্ষুধা
ক্ষুধা, তবে দুই রকমের
আহারের ক্ষুধা মেটাতেই হবে
ছাড়া যায় ক্ষুধা লোভের।
বাঁচার তরে কী লোভ লাগে নাকি!
লাগলে, বোঝাও কী ভাবে!
আহার জরুরী বাঁচবার তরে
কে না বলো এটা বুঝবে!
লোভ নেই, কেউ আছে কী জগতে!
থাকলেও সংখ্যায় কম
এঁদের বাঁচার সংজ্ঞা আলাদা
সুখও তাঁদের হরদম।
"লোভে পাপ, পাপে মৃত্যু" জেনেছি
সেই কবে শেখা প্রবাদ-বাক্য
লোভীর মৃত্যু হয়না হয়ত
তবে কমে যায় চাক-ও-চিক্য।
লোভ ছিল, আছে, থাকবেও সাথে
কীসে লোভ! তাও হবেই জানতে
সব লোভ নয় একই ধরণের
কিছু লোভ লাগে জীবন চালাতে।
লেখার যে লোভ, তা নয় মন্দ
এ লোভ বাড়ালে, কোথায় দ্বন্দ!
ফুল ফোটাবার লোভে পড়ে বহু
লোভী হয়েই যে পায় আনন্দ।
লোভহীন মানুষ হতেই পারে না
লোভ থেকেও তো অসৎ হয় না
লোভ থাক, তবে কারো ক্ষতি নয়
তবেই তো লোভ অগ্রাহ্য হবে না।
সুবীর সেনগুপ্ত