//লিখে আনন্দ, লিখেই তৃপ্তি//
লিখতে লিখতে
কলমের কালি শেষ
সাথে সাথে নিই
আর এক কলম হাতে...
ভাবনার চাপে
আবার লেখায় ব্যস্ত
রূপ পেয়ে যায়
নব এক লেখা খাতাতে।
লিখতে হবেই
আছে নাকি এই জেদ!
নিশ্চয়ই নেই
হলফ করতে পারি...
লেখা এক শখ
আমার কথাই বলছি
লেখার তাগিদ
তাই নেই সরাসরি।
লিখছে লেখক
নানান বিষয়ে কাহিনী
কাহিনী ছাড়াও
লিখে যায় উপন্যাস...
কেউ কেউ লেখে
গান এবং চিত্রনাট্য
শুধুই কবিতা
কবির প্রিয় অভ্যাস।
লেখা যাই হোক
লেখাতে ভাবনা জড়িয়ে
ভাবনাবিহীন
লেখাও চলছে রোজ...
লিখি ক্যাশমেমো
লিখি বাজারের তালিকা
লেখা কী জরুরী!
লেখা হয় নাকি বোঝ!
লেখা অনুভূতি
এই আমার উপলব্ধি
অপরের মত
অজানাই রয়ে গেছে...
লিখে আনন্দ
লিখে লিখে আসে তৃপ্তি
কবিতাই লিখি
খুবই সাধারণ সৃষ্টি।
সুবীর সেনগুপ্ত