‌//লেখা আর পড়া খুব আদরের//

হয় কিছু আছে, নয় কিছু নেই
এই কবিতাটি এখন হাতেই
দেখিনা পড়েই, ক্ষতি তো হবে না
তাও যদি হয় পড়া ছাড়বো না।

ক্ষতি হওয়ার তো প্রশ্নই নেই
পড়ে ভুলে যাব কিংবা তা নয়
ভালো যদি লাগে রাখবোই মনে
ভাববো লেখার কি মানে হয়!

বইটা পেয়েছি, কেউ দিয়ে গেছে
গল্পের বই কিংবা কবিতা
পড়া ভালো লাগে সেটা তার জানা
তাই হয়ে গেছে সেই আজ দাতা।

পড়া অভ্যেস সেই ছোট থেকে
অভ্যাস আজও করছে বিরাজ
হাতে কিছু এলে খুব পড়ে ফেলি
মনে আনন্দ করে যায় রাজ।

বই কিনে কিনে কত যে পড়ব!
এ শহর রাখতে আমি নই ধনী
পাঠাগার নেই কাছে পিঠে কোনো
ধার করে হতে চাই না তো ঋণী।

অবসরে বসে কত কিছু ভাবি
বদলে গিয়েছে কত কত ছবি
বইয়ের কদর এতই দেখেছি
আজ নেই সেই কদরের দাবি।

আজও লোকে পড়ে তবে বই নয়
মোবাইল ফোনে সব পাওয়া যায়
পুস্তক কিনে কে হবেই বোকা!
ফোনে বই, ফোনে বিনোদন হয়।

বহু পরিবর্তন দেখে দেখে
বয়স হয়েছে সব মনে রেখে
এসব অগ্রগতির নমুনা
পরের নমুনা ভাবায় মনকে।

লেখা আদরের এ তো আমি জানি
লেখার প্রয়াস করে মন খানি
আবোল তাবোল হিজিবিজি লেখা
ফোনেই প্রকাশ মনে খুশি আনি।

ছোট্ট জীবন শেষ হয়ে যাবে
লেখা আর পড়া সব মুছে যাবে
যা পড়ে থাকবে সব আবর্জনা
নব প্রজন্ম পড়ে কি দেখবে!

সুবীর সেনগুপ্ত