//লেখাতেই মন//
ভালো লিখলাম!
নাকি এই লেখা ভালো নয়!
কী ভাবে বুঝব, নিজেই জানিনা
বুঝতে পারিনা, তাও আমি লিখে যাব।
কেউ পড়ে যদি তৃপ্তি না পায়
আর বলে দেয় লেখা ভালো নয়
তবে কী কাগজ কলম সরিয়ে রাখব!
যে যাই বলুক, আমি লেখা নিয়ে থাকব।
শিখিনি লিখতে
কোনোদিন কারো কাছ থেকে
আমার শেখার গুরু মম নিজ মন
সতেজ মনের নির্দেশে আমি যাই লিখে।
কবিতাই লিখি
গল্প লিখেছি খান দুয়েক
আরও না লেখার কারণ গড়েনি
শুধু জানি আমি কবিতা লিখেছি অনেক।
লেখাতেই মন
বাড়তি সময়ে সর্বদা লিখি
কখনো লেখার সমাপ্তি নেই
পরে শেষ করে যতনেই রাখি।
লিখেছি অনেক
রাখতে পারিনি নিয়মানুযায়ী
সিংহভাগেরই রয়েছে ঠিকানা
আমার সময় কাটানোতে লেখা দায়ী।
সময় কাটুক
না থাকুক মনে নষ্ট ভাবনা
এই এক চাওয়া নিয়ে আছি আমি
পূরণ করছি, শিখছি শব্দ অজানা।
এই কথা নয় মিথ্যা
লেখা নিয়ে আছি খুব আনন্দে
ভালো বা খারাপ বিচার করি না
নজর কেবলই চলবার পথে ছন্দে।
সুবীর সেনগুপ্ত