//লেখা নিয়ে লেখা//
কিছুই লিখিনি নিজের স্বার্থে
বলায় স্বার্থ রাখিনি
স্বার্থকে টেনে আনতেই পারো
বারণ করতে পারিনি।
আমি লিখলে কী আমারই লাভ!
এই কথা আমি ভাবিনি
কিছু তো ভেবেছি লিখবার আগে
যা ভেবেছি মনে রাখিনি।
ভাবনাবিহীন কাজ যে হয় না
স্বীকার না করে থাকিনি
লেখা এক কাজ মেনেই নিয়েছি
কলমের সাথ ছাড়িনি।
লিখেছি কী শুধু ভালো লাগে বলে!
এ কথা মানতে পারিনি
অন্য কারণ নিশ্চয়ই আছে
বিশ্লেষণেও যাইনি।
এমন একটি কাজ লেখালেখি
না করেও গড়ে জীবনী
লিখেও হয়েছে অনেকে সফল
লেখাই তাঁদের তরণী।
যাঁরা লেখে তাঁরা হতে চায় নাকি
ভীষণ ভাবেই ধনী!
চায় বা না চায়, লেখা তো ছাড়ে না
লেখা মননের মনি।
যদি লেখা হয় কারো কাছে খেলা
সে তো খেলবেই, জানি
কাগজ কলম সাথে এক মন
খেলার সাধন, মানি।
লেখা যাঁর কাছে প্রাথমিক কাজ
লেখার প্রেমে কী পড়েনি!
লেখা ঢুকে যায় তাঁর ধ্যানে জ্ঞানে
লেখেও জীবন কাহিনী।
সুবীর সেনগুপ্ত