//কয়েকটা কথা, নির্দিষ্ট বিষয়ে//

ব্যাস, কয়েকটা শব্দই শুধু
শিশু থেকে বুড়ো সবাই শিখছে
শুধু শিখছে না, মনেও রাখছে
শিখছি না যারা, তারা আহাম্মক
সত্যি কি তাই জীবনের ছক!

কয়েকটা কথা, কোন কোন কথা!
নির্দিষ্ট কথায় নেই মাথাব্যথা
বলতে চাইছি কথা প্রয়োজন
সবাই করছে তার আয়োজন।

তাহলে কি আমি ভুল ভাবনায়!
ভুল যদি হই, এ আমার দায়
কিন্তু আমি তো ভাবছি না ভুল
ফুটিয়ে তুলব কবিতাতে ফুল।

একটা বিষয় বোঝাতে চাইছি
কী ভাবে বোঝাবো, সেটাই ভাবছি
কিছু কিছু কথা বলতেই হবে
নইলে বোঝানো অসিদ্ধ থাকবে।

সব বিষয়ে কি একই কথা চাই!
জিজ্ঞাসা ভুল, এ কথা জানাই
কথা একই হলে, বিষয় হারাবে
কথোপকথনে ভাঙ্গন ধরবে।

রান্না শেখাতে যে যে কথা চাই
সেগুলো কি পাই শেখাতে সেলাই!
কক্ষনো সেটা হতেই পারে না
কি কথা কখন প্রয়োজন জানা।

আবোল তাবোল বলতেই পারি
যেখানে সেখানে বলা হবে ভারী
গাল গল্প বা আড্ডা আসরে
আবোল তাবোল কথা মনে ধরে।

যে যার জীবনে কথার মালিক
কথা নির্ণয়ে, তার কথা ঠিক
বিষয়ের থেকে দূরে সরে গেলে
বলা কথাগুলো যাবে রসাতলে।

কয়েকটা কথা নির্দিষ্ট বিষয়ে
সে বিষয়ে আলোচনা তাই নিয়ে
এটাই আমার বলার বিষয়
বোঝালাম আমি, বুঝলেই জয়।


সুবীর সেনগুপ্ত