//কত রকমের কথা//

এই কথা সেই কথা
প্রতিদিন বলা কথা...
মনের ভিতর কথা
বাইরে লুকানো কথা...
এক কথা দুই কথা
হাজার হাজার কথা...
একসাথে বলা কথা
একলা ভাবার কথা...
কানে কানে বলা কথা
চিৎকার করে কথা...
সাবধানে বলা কথা
প্রতিক্রিয়া দিতে কথা...
দৈববাণীর কথা
সাড়া জাগানোর কথা...
আধো আধো যত কথা
সব শিশুদের কথা...
যুদ্ধের আগে কথা
রণকৌশল কথা...
যুদ্ধের মাঝে কথা
আদেশ মানার কথা...
বন্ধুর সাথে কথা
শত্রুকে নিয়ে কথা...
বাউল গানের কথা
বাস্তব ভরা কথা...
বিদেশের পথে কথা
দেশের স্মৃতির কথা...
গানে গানে কত কথা
নাচের তালেও কথা...
পিছনে যা বলা কথা
ক্ষতি করবার কথা...
সহজ সরল কথা
ভালো লাগাবার কথা...
প্রেমের সময় কথা
অনুমোদনের কথা...
ঘোরানো প্যাঁচানো কথা
ভয় ধরানোর কথা...
ধর পাকড়ের কথা
চোর ডাকাতের কথা...
অসৎ লোকের কথা
প্রয়োজনহীন কথা...
চোখ দিয়ে বলা কথা
ইশারায় গাঁথা কথা..
আগন্তুকের কথা
খটকা লাগার কথা...
বাদানুবাদের কথা
মাথাব্যাথা ভরা কথা...
কল্প লোকের কথা
গুরুত্বহীন কথা...
আনুষ্ঠানিক কথা
তাৎপর্যময় কথা...
উল্লেখযোগ্য কথা
জ্ঞান বাড়ানোর কথা...
একটানা বলা কথা
বিহ্বল ভরা কথা...
নিশ্চয়তার কথা
শান্তি পাওয়ার কথা...
পরিচয় হলে কথা
এ তো সূচনার কথা...
অচেনা লোকের কথা
ভাবা না ভাবার কথা...
কথা কথা কথা কথা
ভুবন ভরিয়ে কথা...
মরণের পরে কথা
স্মৃতির ঝুড়িতে কথা।

সুবীর সেনগুপ্ত