//কথার প্রকাশ করা দরকার//

না বলে থাকতে চায়না যেমন
না বলে থাকতে পারেনি তেমন
না বলে বোঝাতে পারেনি বলেই
বলা হয়ে গেছে কাজ সাধারণ।

একটিমাত্র প্রাণ এই শরীরে
একটি জীবন তাই দিয়ে গড়ে
সেই জীবনের ভার কার হবে!
একটিমাত্র মনের উপরে।

এক প্রাণ, এক মন ও জীবন
স্বতন্ত্রতার সেরা উদাহরণ
স্বতন্ত্র, তাও বলে দিতে হবে!
কে করে দেবে এর নির্ধারণ!

কেউ করবে না কোন নির্ধারণ
সব্বার বলা নিজ প্রয়োজন
এই কথা ভুল, প্রমাণ কি চাই!
প্রমাণে জড়িয়ে প্রতিটি জীবন।

না বলে থাকতে পারে নাকি কেউ!
কথা ছাড়া কোন ওঠে নাকি ঢেউ!
ঢেউ না থাকলে সমাজ অচল
অচল সমাজে কী স্বামী কী বউ।

কথা বলব না, কেমন কামনা!
এই কামনা কী শুধুই বাহানা!
না এটা বাহানা, না অঙ্গীকার
কিছুতেই এটা যায় না তো মানা।

না বলেও কিছু বোঝানো তো যায়
আছে প্রকরণ মনের পাতায়
অঙ্গভঙ্গী করে সংকেত
দৃষ্টিও এই কাজের সহায়।

প্রতিবাদ বিরোধিতা আপত্তি
যুক্তিতে চিৎকারই সত্যি
চিৎকার মুখ বুজে হয় নাকি!
সরবতা হল কথার আরতি।

বলা বা না বলা, চলা বা না চলা
করতে লাগেনা কোন ছলাকলা
বলা ছিল, আছে, আর থাকবেও
বললে কি দেবে কেউ কান মলা!

প্রয়োজন চেপে রাখলেই মনে
কুরে কুরে খাবে শয়নে স্বপনে
প্রকাশ করার খুব দরকার
বলতেই হবে নিজের কারণে।

সুবীর সেনগুপ্ত