//কথাই শব্দ, আর তাই চাই//
বাচন কহন আর নির্বচন
উদ্ভব হয় সব কথা থেকে
কথা মানে শব্দের ছড়াছড়ি
বিভিন্ন শব্দে ভাব যায় ঢেকে।
গল্প বললে, তা হবে কহন
মিছিমিছি বলো হয় নির্বচন
জবাব না চেয়ে করব উক্তি
ভাষণ হলেই বলব বাচন।
অক্ষর দিয়ে শব্দের ঝড়
খুব অসহায় এক অক্ষর
অক্ষরগুলো দল গড়ে গড়ে
উঠতেই থাকে শব্দ লহর।
গড়েছি কথার রকম সকম
কী কারণে এই ভিন্ন রকম!
থাকতে পারে না কারণ অজানা
কারণের জ্ঞানে বেশী আর কম।
শব্দ খাতায়, বই এর পাতায়
কখনো তাদের ডাকি আয় আয়
ডাকলেও, করি না উচ্চারণ
বাচন কহন ঘুমিয়েই রয়।
বাচন কহন সব কথা দিয়ে
নির্বচন আর উক্তিও তাই
বলতে হবেই কথাই জরুরী
কথার গঠনে অক্ষরই চাই।
কথার রকম সে যাই হোকনা
একই অভিধান যোগায় শব্দ
তফাৎ শুধুই পরিবেশনায়
নির্ভুল ব্যবহারে হয় জব্দ।
সুবীর সেনগুপ্ত