//কথা দিয়ে কথা রাখাই উচিৎ//
নিশ্চিত বলে করি আশ্বস্ত
করার বেলায় হই যে ব্যর্থ
ব্যর্থ হওয়ার পরেই বাহানা গড়ি
নিভৃতে আমি নিজেকেই দোষী করি।
কথা দিয়ে দিই নিজের স্বার্থে
যা করার করি তা রক্ষার্থে
না করে কী আমি জড়াতে থাকব তর্কে!
এমন করলে চিড় ধরবে যে সম্পর্কে।
কথা দিতে হবে প্রায় নিশ্চিত
জীবন যে নয় শুধু এক গীত
গাইতে জানলে, গীত নিয়ে নেই চিন্তা
বহু গীত গেয়ে চলেও যাবে দিনটা।
নিশ্চিত বলা দুই রকমের
প্রথম রকম কেবল নিজের
নিজেই নিজেকে প্রমাণ করতে চাই
এই প্রমাণে কী নিশ্চিত শুধু ছাই!
জীবনের সাথে জীবন জুড়েছে
জুড়েছে বলেই জীবন চলছে
একে অপরের সান্নিধ্য প্রয়োজন
এ যে নিশ্চিত বলা নিষ্প্রয়োজন।
অন্য কাউকে দিয়ে দিলে কথা
আমাকেই হতে হবে তার দাতা
রাখতেও হবে সেই কথা নিশ্চিত
খেলাপ করলে দায় নিয়ে হব চিত।
কাজ করে দেবো, বললেই হয়
নিশ্চিত যোগ করে কী যে হয়!
কাজ করে দেবো, কথাটা কি বলা মিথ্যে!
আসলে, বাড়াতে ওই মনে বিশ্বাস।
নিশ্চিত বলা কারো অধিকার
এই অধিকার সহজ ব্যাপার
এত লেখার কি আছে কোনো প্রয়োজন!
যা পারি করতে, তারই বলা আয়োজন।
সুবীর সেনগুপ্ত