//করতেই হবে, তাই তো করেছি//

শিক্ষা পেয়েছি, দীক্ষা নিয়েছি
সফল হয়েছি পরীক্ষাতে
তবে কি বলবে প্রকৃত মানুষ হয়েছি!

জন্ম নিয়েছি ধর্ম পেয়েছি
গমন করেছি ধর্মস্থানে
বলবেই নাকি আমি ধার্মিক হয়েছি!

লিখতে শিখেছি, বলতে পেরেছি
মন দিয়েছি, বই পড়াতে
মানবেই নাকি বিদ্বান হতে পেরেছি!

ধরতে শিখেছি, ছাড়তে শিখেছি
জেনেগেছি কাছে টানবার ক্রিয়া
বলবে কি আমি সাবালক হয়ে গিয়েছি!

মিথ্যে জেনেছি, সত্য চিনেছি
বিরোধ করেছি, যদিও অল্প
মানবে কি আমি সংস্কারক হয়েছি!

গুণতে শিখেছি, অংক কষেছি
অন্য বিষয়ে জ্ঞান নিয়েছি
মানতে পারবে, আমি জ্ঞানী হয়ে গিয়েছি!

যুক্তি দিয়েছি, তর্ক করেছি
অন্য যুক্তি, তাও শুনে গেছি
আমি কি তর্কবাগীশ হতে পেরেছি!

আদর করেছি, মমতা দিয়েছি
মন জড়িয়েছি ভালোবাসাতে
করবে স্বীকার, দরদী মানুষ হয়েছি!

কী আয়, শিখেছি, ব্যয় করে গেছি
সঞ্চয়, কিছু করতে পেরেছি
মানবে কী অর্থনীতিবিদ আমি হয়েছি!

স্বর্গ পাতাল, জেনেছি, ভেবেছি
মর্তে যে আছি, সেটাই মেনেছি
বলবে কী, শুরু থেকে শেষ জেনে গেছি!

এটাও করেছি, ওটাও করেছি
করতেই হবে, তাই তো করেছি
এই করা থেকে, হয় না পদ প্রতিষ্ঠা...
আবেগ জড়িয়ে, যে কাজ করেছি
সে কাজে শিখেছি খুঁটিনাটি সব
পদমর্যাদা সফল করেছে চেষ্টা।

সুবীর সেনগুপ্ত