//কপালে যা লেখা আছে জানা যায় পরে//
কপালে কী লেখা আছে
সামনে আয়না রেখে দেখার প্রয়াস
নানা কোন থেকে দেখে
দেখতে পাই না কিছু, শুধু দীর্ঘশ্বাস।
যে কপালে যাই লেখা
সবই অদৃশ্য হয়ে শুধুই ভাবায়
দেখার প্রয়াস নয়
কেবল খুঁজতে হবে বোঝার উপায়।
যদি লেখা থাকে কিছু
শুধুই কপালে কেন! কী তার কারণ!
তেমন কিছু না শুনি
নাকি এই কথা বলা আছেই বারণ!
যাঁর যা কপালে লেখা
দেখাই যায় না, তবু জানা যায় পরে
কোনো ঘটনার শেষে
লাভ ক্ষতি হলো, আসলো খবরে।
এ কী ইয়ার্কি নাকি!
কেন যে শেখানো হয় ভাগ্য অদৃষ্ট!
যার কোনো মানে নেই
তাই দিয়ে জীবন কী হতে পারে পুষ্ট!
অনাগত পরিণাম
নিয়ে যত আলোচনা, সবই ধারণা
ধারণা মিলতে পারে
যদি তাতে জুড়ে থাকে জ্ঞানের প্রেরণা।
ভাগ্যকে মেনে নিলে
উৎসাহে নিশ্চিত ভাটা পড়ে যাবে
তা কী হবে কাম্য!
আর যদি তাই হয়, অসফল হবে।
কপাল শরীরে থাক
করে যাক সেই কাজ, দিয়েছে বিধাতা
পরাক্রমী মন নিয়ে
করে গেলে কাজগুলো, ভরবেই খাতা।
নিজেই নিজেকে জেনে
জীবনের পথ চলা, নিয়ম বোধহয়
প্রমাণ করতে হলে
ভাগ্য ভুলতে হবে, শ্রেষ্ট উপায়।
সুবীর সেনগুপ্ত