//কোন পথে হয় প্রাণ আগমন!//
সেই পথ ধরে প্রস্থান নাকি
যেই পথ ধরে হয় আগমন!
হয়ত সেটাই, যদি ধরে নিই
সেই পথ জানা খুব প্রয়োজন!
কোন পথ ধরে এসেছি ধরায়!
আমি তো জানিনা কোথা সেই পথ
ভাবছি, কারণ জানার ইচ্ছে
পূর্ণ হয় না সেই মনোরথ।
অজানা পথের সন্ধান করে
করে যাই সময়ের অপচয়
তবুও থামে না অনুসন্ধান
থামাতে পারলে শেষ অপচয়।
সকলের হয়ে গেছে আগমন
কাটিয়ে চলেছে যাঁরাই জীবন
হিসেব মতন জীবন ছাড়বে
কোন পথ ধরে! কেউ কি জেনেছে!
প্রশ্ন করছি, কোন পথ ধরে!
আছে কি আদৌ সেরকম পথ!
জানা নেই, তবে প্রাণ তো আসছে
এ যে প্রহেলিকা, তাই জনমত।
আসা কী হতেই হবে এক পথে!
হটাৎ আবির্ভাব কী হয় না!
বহু ঘটনাই জানি অলৌকিক
প্রাণ আগমন তাই কী হবে না!
পথ জানব না, এ কথা সত্যি
আগমন আর প্রস্থান জানা
এই জ্ঞান নিয়ে থেমে যেতে হবে
থেমে যে গিয়েছি, তা নয় ধারণা।
ভাবনা কিন্ত বুঝতে চায় না
বারেবারে চায় পথটা জানতে
একটাই পথ, নাকি তার বেশী
নেই কোনো পথ, চায় না মানতে।
সুবীর সেনগুপ্ত