//কোন পথ ধরে প্রাণ আসে ঘরে!//
সেই পথ ধরে প্রস্থান নাকি
যেই পথ ধরে হয় আগমন!
হয়তো সেটাই, যদি ধরে নিই
কিন্তু পথ তো জানা প্রয়োজন।
কোন পথ ধরে এসেছি ধরায়!
জানা নেই সেই পথের ঠিকানা
কেউ জানে নাকি, জানার ইচ্ছা
কখনো হয় না ইচ্ছাপূরণ।
অজানা পথের সন্ধান করে
শুধু সময়ের অপচয় হয়
তাও থামাই না অনুসন্ধান
কৌতূহল যে থামতে না চায়।
সবাই কী আসি একই পথ ধরে!
এ কী নয় এক বিরাট প্রশ্ন!
প্রশ্ন যতই হোকনা বিরাট
জবাব কখনো হয়না রত্ন।
আগমন হলে, প্রস্থান হবে
এটাই তো জ্ঞান সাধারণভাবে।
এই জ্ঞানে সকলেই পরিচিত
এই জ্ঞান নিয়ে থাকি বাস্তবে।
প্রহেলিকা ভরা বিষয় জীবন
তার আগমন ভরা হেঁয়ালিতে
কেন আগমন! কেন প্রস্থান!
এই বিষয় কেন আনি ভাবনাতে!
শরীর সৃষ্টি এক প্রক্রিয়ায়
কেবল শরীর হয় না জীবন
প্রাণ এসে যায় এক পথ ধরে
তারই হদিশ পেতে চায় মন।
নদীর উৎস খুব জানা আছে
যখন জানিনা, খুঁজলেই পাই
অনেক কিছুই আজকে জানিনা
জানতে চাইলে কাল জেনে যাই।
হয় হেঁটে আসে, নয় আসে ভেসে
সাঁতরে আসে না, করি অনুমান
যে ভাবেই আসা হোকনা প্রাণের
জানাই যাবে না, শুধু সন্ধান।
সুবীর সেনগুপ্ত