//কোন কাজ থেকে আসবে তৃপ্তি!//
আঁকতে তো পারি যখন তখন
যেমনই হোক না আঁকার গড়ন
কেউ করবে না কখনো বারণ
বারণ করার নেই যে কারণ।
হাতে পেন্সিল, সে হাত আমার
নিজ সময়ের করি ব্যবহার
আঁকাতে প্রকাশ করি ভাবনার
এতে লাভ ক্ষতি গড়েনা আকার।
আঁকার কী মান! প্রশ্ন তা নয়
নয় ঘড়ি ধরে আঁকার সময়
যে ছবি আঁকছি, যাবে যে কোথায়!
মন জড়ায় না এই ভাবনায়।
যে কাজে যখন, এই মন টানবে
সেই কাজে হাত লাগাতেই হবে
অন্যথা হলে ভুল হয়ে যাবে
বিদ্রোহী মন বিরোধ করবে।
ভাবনা স্বাধীন, স্বাধীন কর্ম
আঁকা লেখা পড়া স্বাধীন ধর্ম
এই সব কাজ নয় কূকর্ম
কাজগুলো সব শুধুই রম্য।
জীবনের ধারা প্রবাহিত হয়
অনেক পথেই প্রবাহ গড়ায়
অনন্ত পথ আছেই ধরায়
জানার প্রয়াসে বাধা এসে যায়।
জীবন চলবে নিয়ম ধরেই
এই কী সত্য মানতে হবেই!
অন্যের অভিমত জানা নেই
আমার ধারনা, তা কী নিয়মেই!
দৈনন্দিন কাজ থাকে পাশে
সেই সব কাজে বাধ্যতা হাসে
অপরিহার্য হয় আদেশে
বাধ্যতা বসে যায় বিশ্বাসে।
দৈনন্দিন কাজ হয়ে গেলে
আরো কিছু কাজে মন যায় চলে
অঢেল তৃপ্তি মনের কবলে
সেটাই কী নয় জীবন আসলে!
আমার ধারণা হবেনা তোমার
প্রভূত ধারণা ভিন্ন প্রকার
একই উপায়ে কী তৃপ্তি সবার!
বোধহয় তা নয়, আস্থা আমার।
সুবীর সেনগুপ্ত