//কম কম ভালো//
কম বলেছি বলেই তোমার
রাগ হয়েছে নাকি!
কম বলেছি বলেই তো আজ
মিথ্যে দিলাম ফাঁকি।
সব বিষয়ে কম যদি বলি
অভ্যাসে কম জুড়বে
কম কথাতে ভুল কম কম
কম সমস্যা গড়বে।
কম দিয়েছি জানলে পরেই
মুখ হয়ে যায় ভার
রাগ ঘোচাতে আবার দেওয়া
সেটাই প্রতিকার।
কম পড়েছি কাউকে বললে
করবে না সে রাগ
কম কম পড়া হয়না দোষের
নিষ্পাপে নেই দাগ।
যে লেখে, সে লেখেই যদি
ভীষণই কম কম
কার কী এসে যাবেই তাতে!
আসলে পরে ভ্রম।
খায় কম কম, থাকেও নীরোগ
এ কী খাওয়ার ফল!
এই ভাবনায় যে থাকবে সে
হবেই সে বিহ্বল।
গান কম কম, শোনা কম কম
বলার কিছুই নেই
গান বেশী বেশী বাজাতে পারলে
শোনা কী কমে যাবেই!
এক সিগারেট কম কম টেনে
ছুঁড়ে ফেললেই ভালো
এক পেগ মদ খেয়েই থামলে
দৃষ্টি হবে না কালো।
কম কম শ্বাস নেওয়া মুশকিল
আপনা আপনি হয়
সেটার কারণ সকলেই জানে
শরীরে যখন ক্ষয়।
কম কম হোক ইতিহাস লেখা
এমন চাওয়াই ভুল
কম কম নয় ঘটনার স্রোত
বেশী লেখা পায় কূল।
কম কম খুশী নিয়েই শান্তি
বহু লোকজন পায়
তাই কম কম সেসব লোকের
মনের গভীরে রয়।
সুবীর সেনগুপ্ত