//কলঙ্ক, তাই যাক বন্দীর আসনে//
ওরা ভালবাসা কিনতে চাইছে
কিনে নিয়ে সেটা বেচতে চাইছে
ভেবেই নিয়েছে ভালবাসা শুধু ঘ্রাণ...
এই ঘ্রাণ নিয়ে করে কারবার
নিলাম করেই বাড়ায় পসার
সম্মুখে করে ভাল মানুষের কলতান।
আমিও জানিনা, ওরাও জানে না
কী কারণে প্রাণ করে আনাগোনা
প্রাণ থেকে প্রাণে, কেন এত পার্থক্য...
উদ্ভাবনের পরে থাকে বেঁচে
অনেক বছর ভূবনেই নেচে
থাকে নাকি মনে শেষ গন্তব্য লক্ষ্য।
বছরের পরিমাপ নয় পল
বহুদিন নিয়ে বছর সচল
বেঁচে থাকা তাই হাজার হাজার দিন...
এই বেঁচে থাকা কঠিন সাধনা
তাই চেয়ে থাকে মানুষ প্রেরণা
আর সে প্রেরণা ভালোবাসাতেই লীন।
অনেক কিছুই যোগায় প্রেরণা
মায়ের যে স্নেহ সকলের জানা
গুরুর শিক্ষাদান প্রেরণারই ঝরনা...
সবচেয়ে সেরা কোন সে প্রেরণা!
সে তো ভালবাসা, আমার ধারণা
আমার ধারণা ওদের কাছে তো খেলনা।
ভালোবাসা শুধু হয় না শরীর
উপলব্ধিতে ভাবনা গভীর
ওদের ভাবনা শরীরেই গেছে থেমে...
এক দুই তিন কিনছে শরীর
কিন্তু চায়না শরীরের ভীড়
লাভের জন্য বেচে শহরে ও গ্রামে।
ওরা সমাজের বুকে কলঙ্ক
ওদের মননে লাভের অঙ্ক
ওদের সংখ্যা খুব বেশী নয় ভূবনে...
এই কলঙ্ক দূর করতেই
সজাগ হওয়ার ওঠে প্রশ্নই
ওদের বসাতে হবে বন্দীর আসনে।
ভালবাসা নয় একলা জীবনে
সাথে আছে প্রেম সঙ্গীর তানে
ওদের শ্রবণে সেই তান শুধু নিনাদ...
ওরা মুছে যাক, এটাই কামনা
জীবদ্দশায় হবে কি! জানিনা
কিন্তু চাইব উত্তম ভালবাসার স্বাদ।
সুবীর সেনগুপ্ত