//কবিতার পটভূমি মননের//
কবিতা না পড়ে গল্পই পড়ো
তারও থেকে ভালো উপন্যাস
কবিতা পড়া যে বিরক্তিকর
কেন কেউ হবে কবিতার দাস!
কবিতাতে কথা, গল্পেও কথা
উপন্যাসেও কথা আর কথা
আছে প্রবন্ধ, রম্য রচনা
শুধু কথা, আছে এক রচয়িতা|
কেন কবিতাকে এত দূরে রাখা!
কবিতা নীরস, কেন বলে থাকা!
কবিতা কী খুব দুরূহ বিষয়!
পড়লেই হতে হবে ভ্যাবাচ্যাকা!
বলতে কী পারি সব কবি বোকা!
নেই কাজ, শুধু কবিতাই লেখা
তাঁদের মননে কী যে কাজ করে!
তাঁরা কী জানে না দর্শন রেখা!
গল্পের আছে এক পটভূমি
ঠিক সেরকম উপনাস্যের
কবিতা কী এর থেকে বঞ্চিত!
কবিতার পটভূমি মননের|
গল্প উপন্যাস ভাললাগে
বই খুঁজে থাকি গ্রন্থাগারে
কিংবা কখনো কিনেও তো নিই
কবিতার বই থাকে না আদোরে|
কবিতা পড়ার উপদেশ নেই
আদেশ দেওয়া তো দূর-অস্তই
কিন্তু সকলে কবিতাও পড়ি
পাঠভবনের শিক্ষা মেনেই|
দু-এক লাইন কোনো কবিতার
সাধারণভাবে থাকে স্মৃতিতেই
কথায় কথায় উল্লেখও হয়
ছড়া কবিতায় টান তো থাকেই|
কবিতা শোনাতে কবি ভালবাসে
শুনতে চাইলে, জাগে আনন্দ
কবি কী শ্রোতার সন্ধান করে!
এই কাজে কবি সদাই অন্ধ|
কবিতা রাত্রি, কবিতা দিবস
বুঝলে, জীবনে নামবে না ধ্বস
কবিতাই ঘোচায় মনের দুঃখ
হয়ত আনে না সর্বদা যশ|
সুবীর সেনগুপ্ত