//কিছু নেই এই কথাটাই ভুল//

কিছু নেই আর চাই না কিছুই
ভাবছো কি আমি বুদ্ধুর ভাই!
আনতেই পারি স্বচ্ছন্দ মনে ভাবনা
করতেও পারি এই ভাবনাকে কানা।

কিছু না থাকলে জীবন চলে না
কিছুর ঠিক কি সংজ্ঞা জানিনা
কিছু তো আছেই, তাই জীবন চলে
মন নাচে নাকি সেই কিছুর বলে!

সৃষ্টির অবদান ভিন্নতায়
সৃষ্টির স্থিতি নিজ মহিমায়
আমরা নিছক ছোট ছোট কিছু বিন্দু
সব জড়ো করে হয়ে যায় এক সিন্ধু।

যার কিছু নেই, সে কি চাইবে না!
না চাইলে তাঁর প্রাণ বাঁচবে না
চাওয়া মানে, সে কি হবেই ভিখারী!
না না তা তো নয়, চাওয়া দরকারি।

চাওয়া কথাটার যে গূঢ় অর্থ
বুঝে গেলে নেই কোন অনর্থ
পেয়ে গেছি প্রাণ আমরা সকলে ভূবনে
পেয়েছি শরীর, কৃতজ্ঞতা নয় স্বপনে।

প্রত্যেক শিশু না চেয়েই পায়
কৈশোর ঠিক সেই ধারনায়
যুবক-যুবতী হলে বদলায় ধারণা
হয়না তো চাওয়া কোন মনে কল্পনা।

কারো আছে গাড়ি, কারো সাইকেল
এঁদের কারোর নেই এরোপ্লেন
এঁরা যদি বলে আমাদের কিছু নেই
এঁদের কথার ব্যাখ্যাতে গিয়ে লাভ নেই।

মানুষের মন ভরা দর্শনে
সব কথার নেই ভৌতিক মানে
বক্তাকে দোষ দিলেই তো হব নির্বোধ
রাখতেই হবে মনে প্রামানিক বোধ।

সকলের সব কিছু থাকে নাকি!
থাকে না, থাকে না, থাকে কিছু বাকি
তবুও জীবন সুখ নিয়ে থাকে আনন্দে
কম কিবা বেশি, তাতেই জীবন ছন্দে।

সুবীর সেনগুপ্ত