//কিছু কথা জীবনের//
মানতে মানতে ঠেকিয়েছি পিঠ দেওয়ালে
জানতে জানতে কৌতূহলের কবলে
দেখতে দেখতে দেখা শেষ হয়ে গেলে
ভাবতে ভাবতে বন্ধ চোখের আড়ালে।
পড়তে পড়তে দুই চোখে জল এলে
ঘুমের ঘোরেতে বই পড়ে থাকে কোলে
গভীর ঘুমেই স্বপ্নের মাঝে ডুবলে
তৃপ্তিতে মন একদম ভরে দিলে।
বলতে বলতে যখন শব্দ হারালে
থামতে চাইলে বড় এক ঢোগ গিলে
লিখতে লিখতে অচানক লেখা থামালে
আবার লিখতে মনোযোগী হতে চাইলে।
শিখতে শিখতে শেখার কী শেষ দেখলে!
দেখতে পেলেই, দুর্যোগ কাছে পেলে
রাখতে রাখতে আলমারি ভরা হলে
কিনতে আর এক আলমারি তুমি ছুটলে।
ডাকতে ডাকতে সাড়া না পেয়েই রাগলে
রাগতে পেরেই এক ভুল করে ফেললে
গাইতে গাইতে কথাগুলো যেই ভুললে
গুনগুনানণিতে মন প্রাণ তুমি ভরালে।
আঁকতে আঁকতে মননের ছবি দেখলে
দেখতে দেখতে আঁকা শেষ করে ফেললে
চলতে চলতে শ্বাসে গতি বেড়ে গেলে
বসতে চাইলে যেখানে সুযোগ পেলে।
সরতে সরতে বহু দূরে সরে গেলে
সরতে পেরেই মন থেকে মুছে দিলে
আবার নিকটে আসতে কি তুমি চাইলে!
যদি তাই চাও, পূর্ব মতকে ছাড়লে।
বকতে বকতে গালাগালি তুমি দিলে
কিছুক্ষণ পরে অনুশোচনায় ডুবলে
ঠিক তারপরে গালাগালি ছেড়ে দিলে
তার মানে তুমি নিজেকে শুধরে নিলে।
বাড়তে বাড়তে এতটাই বেড়ে গেলে
কাণ্ডজ্ঞান তো সবই হারিয়ে ফেললে
এগোতে এগোতে চড় থাপ্পড় দিলে
সকলের চোখে দুর্জন হয়ে গেলে।
মদ খেতে খেতে মাতাল হয়েই মাতলে
টলতে টলতে কারো ঘাড়ে গিয়ে পড়লে
ধাক্কা খেয়েই নিজের ভুলটা বুঝলে
উপলব্ধির পরে মদ খাওয়া ছাড়লে।
বাঁচতে বাঁচতে মরণের কথা ভাবলে
শেষ সময়ের দিন যে আসছে বুঝলে
জপতে জপতে দিনগুলো তুমি কাটালে
মরণের ডাক শুনতে কি তুমি পেলে!
সুবীর সেনগুপ্ত