//কিছু বললেই গল্প//
আজ এসেছিস আবার শুনতে গল্প
কীসের গল্প শুনতে মন উৎসুক!
রূপকথার ঐ গল্পটা আছে মনে
শুনতে শুনতে হয়েছিলি ভাবুক।
গল্প শুনে ভাবিস নাকি বাস্তব!
গল্প মানেই তাতে আছে কল্পনা
কল্পনাতে আছে সকলের অধিকার
তোর কল্পনা জাগিয়ে তুলেই দ্যাখ না।
আজকেও আমি বলব একটা গল্প
মন থেকে সেই গল্প হয়নি উদ্ভাবন
এই যে গল্প তার উপক্রমণিকা সত্য
উপসংহারে হয়ে যায় সত্য উদঘাটন।
ঘটনার ধারা শুকিয়ে যাবে না কখনো
সত্যকে ধরে রাখতে তো নেই বাধা
আর এই কাজ যে কেউ করতে পারে
সবাই কেন করে না সেটাই ধাঁধা।
যা দেখছি তাই সেটাই লিখতে পারি
লিখলেই সেটা হতে পারে নাকি গল্প!
হয়তো হবে না গল্প এ কথা মানছি
গুছিয়ে লিখলে সেটাই হবে প্রকল্প।
কোন ঘটনাই এলেবেলে হতে পারে না
সব ঘটনাতে খুঁজে পাওয়া যায় অর্থ
আমি খুঁজে পাই, তুমিও খুঁজলে পাবে
আর সেটা পেতে প্রয়াস হোক যথার্থ।
ঘটনাটা ছোট তার সাথে জুড়ে কল্পনা
গল্প বাড়বে, এতে নেই কোন সংশয়
ছোট ঘটনাই হয়ে যাবে বড় গল্প
পড়তে পড়তে পাঠক আপ্লুত হয়।
গল্প শুনতে তোর খুব ভালো লাগে
পড়েছিস নাকি কখনো একটা গল্প!
"পড়তে পারিনা" বলে তুই পার পাবি না
পড়তে পারিস, সেটাই শোনার বিকল্প।
তোর কাছে আমি চাইব শুনতে গল্প
তবে আজ নয়, পড়ে আয় এক গল্প
আমি আর তুই দুজনে শুনব গল্প
আর করে যাব আলোচনা নিয়ে গল্প।
সুবীর সেনগুপ্ত