//খবরের অপেক্ষা//
অতি পরিচিত প্রিয় খুব এক ফল
আবার কেন যে জানার ইচ্ছা প্রবল!
নিজেরই প্রশ্নে সংশয়ে মন পূর্ণ
জ্ঞান কী হঠাৎই হয়ে গেল দৈন্য!
তোমাকে দেখছি সকাল সন্ধ্যে রোজ
নতুন করে তো জানার নেই গরজ
সরাসরি নেই সুযোগ যোগাযোগের
সন্ধানে আছে চোখ দুটি খবরের।
বহেই যাচ্ছে নদী যুগ যুগ ধরে
সব্বাই জানে নদী সকলের তরে
ঘটে গেল কত কিছু আকাশের তলে
ধামাচাপা দিয়ে রাখা হলো দলে দলে।
ধামাচাপা দিয়ে আড়াল হয় না স্থায়ী
যেমন শ্রমিক পরিযায়ী অস্থায়ী
পরিবর্তন থামতে পারে না, জানি
পরিবর্তন হলেই তো কানাকানি।
জ্ঞান কখনোই পূর্ণতা পেয়ে যায় না
আসলে তো জ্ঞান পূর্নতা পেতে পারে না
তোমাকে জেনেছি এ কথা বলতে পারি না
তাই খবরের অপেক্ষারই কামনা।
খবর আসে না, হয়ত আর আসবে না
যতটুকু জানি, তাতেই জড়াই ভাবনা
ভালো বা মন্দ যেরকমই তুমি আছো
আমার খবর জানতে কী তুমি চাও না!
বিরহের পরে প্রেম হয়ে যায় মধুর
মনে গেঁথে আছে এই ধারণার সুর
আবার কী একসাথে হব কোনোদিন!
জানিনা ভাবনা নিয়ে যাবে কতদূর!
হয়ত ভাবতে ভাবতে কমে যাবে টান
আর না কমলে, তুমি এই মনে অম্লান
যদি যেতে পারি এই অনুভূতি জড়িয়ে
ধরে নেব আমি সফল হয়েছে অভিযান।
সুবীর সেনগুপ্ত