//খালি মনে বাসা গড়ে শয়তান//
চুপচাপ বসে আছি
কিছুই করার নেই
জরুরী যা ছিল কাজ শেষ করে...
গুনব কী কড়িকাঠ বারেবারে!
ঘুম আসছে না চোখে
কিছু তো করতে লাগে
লাগে তো অনেক কিছু জীবনে...
পূরণ হয় না, সে তো মন জানে|
একবার টিভি খুলি
হাতড়াই ঝোলাঝুলি
কিছুই তো জুতসই লাগছে না...
লাগবে না, লাগবে না, লাগবে না|
খালি মাথা, খালি মন
চায় নাকি এ জীবন!
খালি মনে বাসা গড়ে শয়তান...
এই প্রবাদ বাক্য স্পষ্ট মহান|
চেনা ঘর চেনা সব
অচেনার নেই রব
করাও যায় না নব অভিযান...
শূন্য মস্তিষ্ক অতিষ্ট সমান|
ভাবি আর শুধু ভাবি
ভেবে ভেবে খাই খাবি
তখনি তো মনে হলো কিছু লিখি...
পাবো কি তৃপ্তি এই কাজে, দেখি|
শুরু হাবিজাবি লেখা
খাতা ভরে লেখা রেখা
হচ্ছে না মানে, তাই কেটে ফেলি...
এই কাজে ডুবে গিয়ে সব ভুলি.
আর নই চুপচাপ
কাগজে লেখার ছাপ
ভুললাম কড়িকাঠ গুনতে...
ডুবেই গেলাম শুধু লেখাতে|
লেখা আজ ভালবাসি
লিখে লিখে হই খুশী
খুঁজতে হয় না কাজ অবসরে
লিখে যাই দরকারে অ-দরকারে|
সুবীর সেনগুপ্ত