//কেউ বা কিছু কী প্রকৃত অর্থে স্বাধীন!//
পৃথিবী মুক্ত কেন যে বলেই চলেছ
পৃথিবী মুক্ত কক্ষনো হতে পারে না
শুনতে পেলাম কে যেন বলেই বসল
কেন মশকরা অহেতুক তুমি করছ!
সকলেই জানে পৃথিবী স্বাধীন গ্রহ
অধীন হওয়ার নেই কোনো আগ্রহ
তুমি আর আমি নাও হতে পারি স্বাধীন
পৃথিবীর শুধু স্বাধীনতাতেই মোহ|
তোমার সঙ্গে কোনো বিতর্কে যাব না
তোমার জ্ঞান আর ধারণা তোমার থাক
আমি যা জেনেছি এবং যা কিছু বুঝেছি
আমার ধারণা যা হয়েছে তাই ঠিকঠাক|
কী যে স্বাধীনতা, তার কি সংজ্ঞা, কে জানে!
বহু সংজ্ঞাতে স্বাধীনতা পায় কোন মানে!
নিজ নিজ অনুমানে আছে স্বাধীনতা
স্বাধীনতা মনে আসলে স্বার্থ টানে|
তুমি কি মুক্ত আমি কি স্বাধীন ভুবনে!
বলতে কি পারো এর জবাব কী হবে!
সঠিক জবাব নেই এই পৃথিবীতে
সবাই অধীন এবং হয়ে থাকবে|
সৌরজগতে রবির দখলে পৃথিবী
আমরা মানুষ এই পৃথিবীর দখলে
সব কিছু আছে দখলে কারো বা কিছুর
বোঝা যায় শুধু একটু গভীর ভাবলে|
সুবীর সেনগুপ্ত