//কী অদ্ভুদ আর কী যে নয়!//
'অদ্ভুদ এক কান্ড দেখব'
এরকম ভেবে চলি নাকি পথে
চলিনা চলিনা কখনো চলিনা
তবু অদ্ভুদ ঘটনা তো ঘটে|
অদ্ভুদ ঘটনা তো ঘটে গেল
ভাবনা তখন কোন পথে গেল!
এ দুর্ঘটনা, তাই কী মানবে!
তা না হলে, অদ্ভুদ কিছু হলো|
দেখি রাস্তার পাশে কেউ বসে
পা'য়ে পেন্সিল ধরে সে আঁকছে
এত নিঁখুত যে ভাবাই যায় না
এ তো অদ্ভুদ, মন মেনে নিচ্ছে|
দেখি কত কিছু সবই সাধারণ
অদ্ভুদ মনে হলে অসাধারণ
তেমন ঘটনা ঘটে কদাচিৎ
তার সন্ধানে থাকে কার মন!
বহু অদ্ভুদ ঘটনাও ঘটে
তার কিছু কিছু রটনাও বটে
অদ্ভুদ কোনো খবর পেলেই
নিজে না গেলেও, মন যায় ছুটে|
কিছু ঘটে যায় অনাকাঙ্খিত
তবু সাধারণ হয়ে পরিচিত
লটারিতে কেউ কোটি টাকা পেলে
তা কী অদ্ভুদ! মনে হয় না তো|
কোন সংজ্ঞায় যাবে 'অদ্ভুদ'
কোনো সংজ্ঞাই খুশী করবে না
মন রকমারি, ইচ্ছাও তাই
সংজ্ঞার মেলা মনে ধরবে না|
সাধারণ তবু অদ্ভুদ হয়ে যায়
যখন অসম্ভব এক কাজ হয়ে যায়
শুধু এক মন মানে এটা অদ্ভুদ
অনুরূপ ঘটনাতে সকলে জড়ায়|
অদ্ভুদ কী আসলে অতি-অদ্ভুদ!
এই ভাবনা কী দেবে অদ্ভুদ সংজ্ঞা!
অদ্ভুদ ধরা দেয় সাধারণ চোখে
অদ্ভুদ যত ঘটনা চায় না আজ্ঞা|
মানব জীবন, নিশ্চয়ই অদ্ভুদ
সামঞ্জস্য নিয়ে ভরা এই শরীর
এমন সামঞ্জস্য কোথাও নেই
তবু ভাবি এটা সাধারণ এক নীড়|
অদ্ভুদ কিছু আসবেই সব চোখে
অদ্ভুদ নিয়ে ভাবনাতে নেই সমতা
আমার চোখে যা অদ্ভুদ, তা আমার
তুমি যা ভাবছ অদ্ভুদ, তোমাতে গাঁথা|
সুবীর সেনগুপ্ত