//কান্না//
কাঁদব না কেন, কাঁদতে হবেই
অশ্রু গড়াবে সময় এলেই
আটকে রাখার প্রয়াস করলে
অশ্রু কী আর থামতে পারেই!
কান্না দুঃখে, কান্না খুশীতে
অযথা গড়ে না কান্না মনেতে
জোগাড় করতে চাইলে কান্না
অসফল হওয়া নিশ্চয়াতে।
শিশুর কান্না খুব স্বাভাবিক
স্বাভাবিক, তবু থাকেই কারণ
পরিণত মানুষের যে কান্না
কারণ রহিত ভাবা অকারণ।
অশ্রু গড়বে শরীরের মাঝে
হাতে পায়ে নয়, হৃদায়ন্তরে
খুব বিচলিত হয়ে গেলে মন
হৃদয়ে ধাক্কা আসে বারেবারে।
অশ্রু ফেলেই হৃদয় হালকা
কান্নার তাই আছে প্রয়োজন
প্রয়োজন, তবু সন্ধান নেই
এ কেমন ধাঁধা যা অসাধারণ।
জিনিস হারালে কাঁদে নাকি কেউ!
কী হারালো তার উপরেই ভর
বিবেকে ব্যথার উদয় হলেই
অশ্রু চাদর চোখের উপর।
কেউ নেই নাকি এই পৃথিবীতে
কখনো কাঁদেনি জীবনের পথে!
খুঁজলে পাবো না, আমি তাই মানি
আমি তো কাঁদব প্রয়োজনে সাথে।
সুবীর সেনগুপ্ত