//কামনা বাসনা কিছু থাকবেই//

বাহবাও দেবে, দেবে হাততালি
সকলে দেবে না, এ তো নিশ্চিত
কারো ভালো লাগা আর কারো নয়
এ কী ভাবা যাবে নিশ্চয়ই জিৎ!

যে কোনো ক্রিয়ার হবে প্রতিক্রিয়া
এতে বিভ্রম থাকতে পারে না
প্রতিক্রিয়াতে শুধু কী তৃপ্তি!
এই প্রত্যয় আজ্ঞা পাবে না।

কাজ না করলে প্রশংসা নেই
খুঁজে খুঁজে ভুল পাওয়াও যাবে না
থাকবে না হাততালি গালাগালি
অন্ধকারেই সব আলোচনা।

সর্ব বিচারে তুলনার স্থান
তা সে সাহিত্য কিংবা নাটক
স্বাদ নিয়ে সেই একই ধারণা
হোক-না মধুর নোনতা বা টক।

সুন্দর দৃষ্টিতে এসে গেলে
সন্তোষে ভরে যায় এই মন
আমার চোখে যা সুন্দর লাগে
অন্য চোখে কী তার প্রতিফলন!

এক মন নিয়ে প্রতিটি জীবন
মন এক, তবে অনেক ভাবনা
ভাবনা থেকেই যত গড়মিল
ভিন্ন ভাবনা সমতা আনে না।

উঁচু নীচু স্তরে ভাবনার খেলা
মন আঙিনায় ভাবনার মেলা
মেলার সংখ্যা হিসাব হয় না
লাভ নেই কোনো করে অবহেলা।

হাততালি পাওয়া অধিকার নাকি!
না হলেও অধিকার, পেয়ে থাকি
পেয়ে গেলে, মনে শান্তি তৃপ্তি
সরল চিন্তা, নেই ঠোকাঠুকি।

মানুষ আমরা, নই ভগবান
ভালো তো লাগেই বাহবা শব্দ
বাহবার সাথে জুড়ে গেলে পরে
মনে হয় যেন জিতেছি যুদ্ধ।

কামনা বাসনা কিছু থাকবেই
তারই অংশ খ্যাতি আর যশ
নিদেন পক্ষে ভালো ব্যবহার
এই কাম্যেই খুঁজে পাই রস।

সুবীর সেনগুপ্ত