//কাজের থেকেই সুস্থ জীবন//
লিখেও দেবে, বলেও দেবে
বলেই দ্যাখো, পড়েও দেবে
এমনই তার, সুসংগত আয়োজন...
ছেড়েও দেবে, দিয়েও দেবে
অনুরোধে করেও দেবে
সক্রিয়তার উৎকৃষ্ট উদাহরণ।
সক্রিয়, তাই চিন্তাও নাই
ছুটতে থাকে, কাজ দেখলেই
করার জন্য, সদাই সে তো উৎসুক...
কাজ না পেলে, যায় সে চলে
এদিক-ওদিক খোঁজার ছলে
কাজ শুধু কাজ, করেই যে সে পায় সুখ।
সহজ মানুষ, অল্পে খুশি
চাইছেই কাজ অহর্নিশি
যতই দেখি, ততই হই বিভ্রান্ত...
এই সমাজে, সেও বিরাজে
কিন্তু, সে তো পৃথক সাজে
তার চাওয়াতে, কেবল কাজের প্রান্ত।
নিজের কাজ তো করেই থাকে
অন্যরা কাজ করতে ডাকে
কাজের মানুষ সেই তো, সবাই জানে...
আসল নামে, কেউ ডাকে না
সে কর্মবীর, হয়ে গেছে জানা
নতুন নামের পরিচয়ে, আছে মানে।
কাজ উপহার, হয়েছে তার
সেটাই পেতে করেও প্রচার
খুব মনে হয়, সে কি পাগল নাকি!
তাই, পরিচয় করেও নিলাম
অনেক কথায়, জেনেও গেলাম
সুস্থ থাকতে, কাজই খাঁচার পাখি।
কাজ খোঁজা তাঁর শেষ হয়েছে
কাজের ভিতরে সে ডুবেছে
আনন্দ তাঁর অপরিসীম, নিশ্চিত...
কিন্তু তাঁকেও থামতে হবে
শরীর, তাঁকে বলেও দেবে
কর্মবিহীন জীবন কি তাঁর, হবে চিত!
সুবীর সেনগুপ্ত