//কাজের কাজটা করাই তো চাই//
কাজটা ছোট, তাই তো বললে
কিন্তু নিজেই করলে না
আমায় কেন করতে বলছো!
করতে কেন পারলে না!
কাজ ছোট আর হয় না বড়
প্রত্যেক কাজ একটি কাজ
করার সময় কম বা বেশী
শেষ করলেই নতুন সাজ।
কাজের জন্য আমরা সবাই
কেউ বসে নেই চুপ করে
বিভিন্ন সব কাজের প্রকার
ধরছি করছি মন ভরে।
কাজের প্রকার জানতে চাইছি
বুঝলাম জানা অসম্ভব
কাজের সংখ্যা এতই বেশী
গুণতে গেলেই উঠবে রব।
যে কাজ করে পাই বাহবা
সেই কাজে মন জুড়তে চায়
জুড়লেই হয়, বাধা কোথায়!
বাধা আসেই পথ চলায়।
কাজ সাধারণ, অসাধারণ
কাজ উদ্ভট আজগুবী
কাজ সুন্দর আনন্দদায়ক
বর্ণনা করে যায় কবি।
পড়ছি জামা এবং জুতো
কাজ করছি বলাই যায়
লেখা এবং পড়া নিয়েও
মন থাকে সেই ধারণায়।
জরুরী কাজ চাকরি করা
আয়ের জন্য এটাই পথ
এ কাজ ছাড়া জীবন অচল
এ কাজ করা হয় শপথ।
ঝুঁকির যে কাজ, লোক পাওয়া দায়
এ সব কাজেই আয় বেশী
দক্ষতা চাই এইসব কাজে
কাজ শেষ করে তৃপ্তি ধায়।
কাজ বুদ্ধির কিংবা তা নয়
অনেক অনেক কাজ শ্রমের
চাই মজবুত একটি শরীর
তাতেই শ্রমের মূল্য ঢের।
কাজের থেকে মুখ ফেরালে
কাজই আমায় করবে ত্যাগ
পরে আবার কাজ খুঁজলে
সফলতায় পড়বে দাগ।
কাজের কাজটা করতে পারলে
জীবন দ্যাখে সুখের মুখ
শুধুই অকাজ করতে থাকলে
জীবনও পায় কেবল দুখ।
সুবীর সেনগুপ্ত