//কাজ নামচা//

যে কাজে আসক্ত মন
সেই কাজ হয়ে যাবে নিশ্চিত
আর শুধু হওয়া নয়
সেই কাজে ভুল হবে কদাচিৎ|

সকলে করছে কাজ
একই বা অনেক বহুবিধ
বাধ্যবাধকতায়
কাজ হয় অবধারিত|

অসম্পূর্ণ কাজ
বারবার হতে থাকে যদি
কী কারণে তা হয়ে যায়
খুঁজলেই পথ পায় নদী|

কামনার বিপক্ষে
যাওয়া গুরুতর অন্যায়
কামনা সব নিজের
নিজ ভুলে দূরে ঠেলা ন্যায়|

আসক্তি থাকতে হবে
নিদেন পক্ষে কিছু ভালবাসা
ভালবেসে করা কাজ
নিরাশার মাঝে দেয় আশা|

গতানুগতিক কাজ
যা হয় অবশ্যকরণীয়
আসক্তি তাতে নেই
স্বার্থই সেই কাজে স্বর্গীয়`'

কাজ নিয়ে লাজ কেন!
কেন কিছু কাজে শুধু ভয়!
লজ্জা বা ভয় ছেড়ে
সেই কাজ না করলেই হয়|

অবশ্যপালনীয়
কাজগুলো সকলেরই স্কন্ধে
পরিহার করলেই
জড়িয়ে যেতেই হবে দ্বন্দে|

ছিল অতীতের কাজ
হটাৎ পড়ল আজ মনে
নেড়ে চেড়ে দেখে ভাবি
থাক পড়ে কোনো এক কোণে|

যথাযথ অবস্থা
না হলে হয় না কিছু কাজ
নিয়মানুবর্তিতা
সেই সব কাজেরই সাজ|

কাজে নিয়ে লাজ নয়
নির্ভীক হয়ে কাজ করা
কুন্ঠা বা দ্বিধা নিয়ে
করা কাজে ভরবে না ঘড়া|

সুবীর সেনগুপ্ত