//কাছে আর দূরে//
কাছেও থাকবে, দূরেও থাকবে
না থাকার কোনো কারণই নেই
কেউ যদি এটা ভুল বলে দেয়
বলব কী তাঁর ভাবের বড়াই!
কী কাছে থাকবে, কী দূরে থাকবে!
তা কী চন্দ্রমা কিংবা তপন!
ভাবতেই পারো গাড়ী কিবা বাড়ী
নিজের ভাবনা নিজের মনন।
প্রেমিক থাকবে কাছে আর দূরে
নাকি প্রেমিকাকে ধরব ছাড়ব!
এ কেমন করে হবে যে জানিনা
আর কোনো কিছু এবার ভাবব।
আজ কেউ ধনী, কাল হয় ফকির
এ তো বাস্তব চিত্র সমাজে
তবে কী অর্থ কাছে আর দূরে!
সবার ক্ষেত্রে এ কী আর সাজে!
পিতা আর মাতা আজ যাঁরা কাছে
মরনের পরে তাঁরা যায় দূরে
সেটা যে হয় না বেঁচে থাকতেই
মন মানছে না এই 'কাছে' 'দূরে'।
কাছে আনন্দ, দূরে আনন্দ
না না এ তো ঠিকঠাক হচ্ছে না
দূরে আনন্দ হয় কী কখনো!
অন্তত এটা আমি মানছি না।
কাছেও বৃষ্টি, দূরেও বৃষ্টি
বোধহয় পৌঁছে যাব উত্তরে
ঠিক উত্তর মনে হয় হাওয়া
হাওয়া সকলের কাছে আর দূরে।
সুবীর সেনগুপ্ত