//কাজ মানে কাজ, বললে কি ভুল//
"কাজটা ছোট" তাই তো বললে
বলেও কিন্তু থামলে না
আমায় কেন করতে বললে!
নিজেই কেন করলে না!
বললে বোধহয় ভালো হতো
কাজটা শুধুই একটা কাজ
হয়তো তোমার নয় মনঃপুত
প্রত্যেক কাজে একই সাজ।
কাজ যদি না করতে না চাই
এক বাহানা নিতেই হয়
কোন বাহানা কোন সময়ে
সেটাও ভেবে বলতে হয়।
কর্মঠ হয় যে সব মানুষ
কাজের অন্বেষণ তাঁদের
গোঁফখেজুরে মানুষ যাঁরা
খুঁজতে থাকে বাহানা ঢের।
যা করি সব, বলব কি কাজ!
বললে কি ভুল বলা হবে!
বলছি আমি সেটাই তো ঠিক
না মানলে, বোঝাও তবে।
প্রাণ যেখানে, কাজ সেখানে
এই যুক্তির নেই বিচার
আমরা যে প্রাণ, কে মানবে না!
সবার উপর কাজের ভার।
কেউ জানে না কাজের সংখ্যা
কারণ সংখ্যা অন্তহীন
কোনটা ধরে কোনটা করব
ভাবতে ভাবতে দিশাহীন।
করছে যাঁরা সরকারি কাজ
সকল কাজে ডুববে না
তাঁর নিযুক্তি যে কাজ নিয়ে
করবে সেটাই, অন্য না।
বেসরকারি বা সরকারি
প্রতি স্থানেই কাজ বন্টন
নিয়ম মেনে কাজ হয়ে যায়
কেউ তো করে নিয়ন্ত্রণ।
কাজ তো শুধু দফতরে নয়
কাজ তো প্রতি বাড়ীতে
সেই স্থানে কাজ করতেই হয়
প্রাণ বাঁচানোর তাগিদে।
সবাই করি কাজ অনুরূপ
এই কাজগুলো সাধারণ
কাজ যদি হয় খুবই বিশেষ
সে কাজ করবে বিজ্ঞজন।
সংখ্যাতে কাজ ধরলে পরে
কাজ হবে না আরম্ভ
কাজ করবার প্রবণতাই
করার তরে এক স্তম্ভ।
বাঁচার তাগিদ ছাড়াও তো কাজ
বহু বহু কাজ তো শখ
এই সব কাজ দেয় প্রেরণা
করার জন্য নেই তো ছক।
কোনো কাজই হয় না ছোট
না হয় কোনো কাজ বড়
কাজ মানে কাজ, এই তো সংজ্ঞা
ধরাই উচিত, তাই ধরো।
সুবীর সেনগুপ্ত