//কাজ জীবনের মূল//
কাজ করে করে যে আনন্দ
কাজ দেখে দেখে পাই কী!
কাজ শিখে শিখে পাই আনন্দ
ধরে নিই কাজ, ভয় কী!
কাজের সংখ্যা কারো জানা নেই
কাজে ডুবে থাকা, নয় কী!
কাজ না থাকলে, কাজ খুঁজে নেওয়া
এই বিকল্পে যায় কী!
অকারণে করে যাই যদি কাজ
কারো ক্ষতি হয়ে যায় কী!
কারণের কাজ নিজেরই স্বার্থে
স্বীকার না করে পারি কী!
কাজেরই দাস যদি হয়ে যাই
বলার কিছুই আছে কী!
যদি সরে যাই কাজ থেকে দূরে
মন খুশী হয়ে যায় কী!
যে কোনো কাজেই দিয়ে দিলে মত
সেটা ভুল হয়ে যায় কী!
যে কোনো কাজেই সফলতা পেলে
ভুল, ঠিক হয়ে যায় কী!
কাজ কী আপন, নাকি হবে পর
সিদ্ধান্তে আসা যায় কী!
কাজকে আপন করে পাওয়া যায়
শুধু আনন্দ, তাই কী!
কাজই জীবন, জীবনের মূল
কাজ ঠেলে দিলে, ভুল সব ভুল
কাজই জড়িয়ে জীবন চলছে
দিব যাত্রাতে পাচ্ছিও কূল।
সুবীর সেনগুপ্ত