//যুক্তিতে বেশী বলা নয় ভুল//

যা তুমি বললে সে তো শুনলাম
যা বললে তার ব্যাখ্যাও দিলে
সব শুনে আমি থাকলাম চুপ
তুমি অপেক্ষা করতে থাকলে।

যখন বলার কিছুই থাকে না
না বলাই ভালো তাই মনে হয়
কেউ যদি ভাবে কিছু বলা ভালো  
সে ভাবনা তাঁর, আমার তো নয়।

বলা থেকে কেউ বিরত হয় না
কখন বলবে সেটা তার জানা
কোথায় বলবে তাঁর এক্তিয়ার
বলতে বাধ্য করানো যায় না।

যতই থাকুক কেউ চুপ করে
মাসের পর মাস থাকতে কি পারে!
ভেঙে তো যাবেই তাঁর মৌনতা
জেনে যাবে সেও ভাঙবার পরে।

ভাবছই নাকি কী ভাবে ভাঙবে!
ভাঙার কারণ বহু বহু হবে
না, না, কেউ জোর করবে না
তাঁর‌ই নিজের গরজে ভাঙবে।

একদম চুপ থেকে কেনাকাটি
করতে চাইলে কেনাকাটি মাটি
কিছু কথা তাঁকে বলতেই হবে
হতে পারে কথা কম পরিপাটি।

খুঁজলে তো পাই একা অনেকেই
তবে তাঁরা থাকে এই সমাজেই
কেউ নেই পাশে, তাই নেই কথা
কথা প্রয়োজন বাহিরে গেলেই।

অকারণে কথা, কথা কারণেও
অকারণে কথা চায় অনেকেও
সে সব কথার নেই গুরুত্ব
কিন্তু আছে তা এই সমাজেও।

ভালবাসি আমি থাকতে নীরবে
তবে গুন গুন গানে যাই ডুবে
এটাও তো কথা, বলবে কি ভুল!
কোন যুক্তিতে এটা ভুল হবে!

যদি একা একা করি আবৃত্তি
নিজের ইচ্ছা করতে সিদ্ধি
কি আর করছি, কথাই বলছি
কাটতে কি পারো দিয়েই বুদ্ধি!

নিশ্চয়ই হয় মৌন সাধনা
করা হয় করে পরিকল্পনা
কয়েকদিনের নীরবতা মেনে
মনকে শুদ্ধ করার বাসনা।

ঠোঁট থেকে নির্গত যে শব্দ
কথার মধ্যে সেই শব্দ বদ্ধ
প্রাণীদের কথা আমরা বুঝিনা
কিন্তু তারাও গড়ছে শব্দ।

কথাই শব্দ, শব্দই কথা
দেয় আনন্দ, দিয়ে দেয় ব্যথা
ভাবের প্রকাশে কথা লাগবেই
জ্ঞান কম হলে, ফাঁস অজ্ঞতা।

কথা বেশী হোক, কথা কম হোক
নির্ভর করে কার কেমন ঝোঁক
বেশী মানে দোষ, বলতে পারি না
যদি যুক্তিতে বেশী বলে লোক।

সুবীর সেনগুপ্ত