//জট//

এই পাশে গাড়ী, ওই পাশে গাড়ী
সামনে পিছনে গাড়ী সারি সারি
এ যেন গাড়ীর মেলায় এসেছি
প্রত্যেক দিন মেলাই দেখছি।

জট জট জট, চারিদিকে জট
পাগলের মাথা ভরে শত জট
জট হবে, জট খুলতেও হবে
নিজে থেকে যদি না খোলেই, তবে।

জট ছাড়া কোনো জীবন হয় না
জট পড়ে যায়, জানতে পারি না
খুলতে হবেই, তারই প্রয়াস
যে জট কঠিন, খোলাও যায় না।

শিক্ষাতে জট,  চাকরিতে জট
সেলাই করতে সুতোতেও জট
কিছু জট খুলে যায় সহজেই
আর কিছু জট আঁধারের পথ।

অনেক অনেক অদৃশ্য জট
এই জটগুলো সাগরের তট
কখনো শুকনো, কখনো বা ভেজা
বুঝতে পারি না, দুর্দশা রথ।

জট তো জীবনে অবশ্যম্ভাবী
নিজের মনেই খোলবার দাবী
দাবী সত্বেও জট তো খোলে না
না খুললেও, প্রতিদিন রবি।

যান-বাহনের জট খুলে যায়
মাঝে মাঝে লাগে অধিক সময়
জীবনে চলার পথে যে যে জট
কিছু খোলে, কিছু ভুলে যেতে হয়।

অহেতুক কোনো জট নিজে গড়ি
অজান্তেই এই কাজ করে ফেলি
চেতনার কিছু অংশেই ভুল
কী করা যাবেই, নিজ কান মুলি।

জটে জড়াবো না, সকলেই ভাবে
কিছুতে হয়না ভাবনা সফল
জট আমাদের জীবনে থাকবে
খুলতে যতই হই অসফল।

সুবীর সেনগুপ্ত