//জন্মদিনের সাধারণ কথা//
নয় প্রতীক্ষা নয় অপেক্ষা
না আমি করছি, না তুমি করছ
না কেউ করেছে কখনো অতীতে
ভবিষ্যতে কী করবে ভাবছ!
নতুন প্রাণের হয় আগমণ
করি প্রতীক্ষা, আসবে বর্ষা
বারবার করে করে প্রতীক্ষা
পূরণ হয়না বহু বহু আশা।
প্রতীক্ষা না করে পাওয়ার ইচ্ছা
কারণে হোক, বা না হোক কারণে
এমন ইচ্ছা খুব স্বাভাবিক
জাগতেও পারে কখনো স্বপনে।
অবিনশ্বর হতো যদি প্রাণ
কমতো প্রতীক্ষার অবদান
আজকের পাওয়া কালকে হলেও
গ্রহণযোগ্য হয় সমাধান।
কাজ অভিনব, কাজ সাধারণ
একই দিনে হয় সব সম্পন্ন
দিন আসে যায় দিনের মতন
মানুষের মন কাজেই মগ্ন।
দিন এত এত কে রাখে স্মরণে
একজনও নয়, এ অসম্ভব
তবে থাকে অবচেতনের মাঝে
বিশেষ দিনের স্থির কলরব।
আগমণ হয় বিশেষ দিনের
স্থির কলরব পেয়ে যায় প্রাণ
প্রাণ পেয়ে হয় দিনের সঙ্গী
জন্মদিনের সবিশেষ তান।
সুযোগের সদ্ব্যবহার করে
আজকে রয়েছি সেই তান ধরে
জানাই শুভেচ্ছা আর ভালবাসা
জানাতেও চাই আগামী বছরে।
সুবীর সেনগুপ্ত