//জন্মদিনের ব্যাখ্যা আমার//
সে আমায় জানিয়েছে আজকে শুভেচ্ছা
জন্মদিন আমার, আর তার ইচ্ছা।
জন্মদিন সবার একটা আছেই আছে
আর সেই দিন এলে, বোধহয় মনটা নাচে।
সবার জন্ম হয় বছরের এক দিনে
জন্মের সাথে সাথে জেগে ওঠে তান প্রাণে।
সপ্তাহ মাসে নয় বছরেই একবার
সেদিন পালন হয়, এ তো নয় কারবার।
জন্মদিনের খুশী, থাকে না তো রেষারেষি
বহু বহু কামনা ছুটে আসে রাশি রাশি।
উপহার ফুল পেয়ে চোখে মুখে ফোটে হাসি
এদিন চলেও যায়, হয় না কখনো বাসি।
কেবলই কি আনন্দ জন্মদিনের দিনে
কেন তা হবে না বলো অনন্য এই দিনে!
একটু খটকা আছে, সেটাও লিখব আমি
এদিন স্মরণে আনে বয়স ঊর্ধ্বগামী।
এক এক যোগ করে পৌঁছেছি এই ঘরে
ছাড়তে হবে এ ঘর সামনের বৎসরে।
বয়স বৃদ্ধি হবে, আর তা হতেই হবে
তবে কেন এই মন ভাবনার অনুভবে!
ভাবনা এমন হোক "খুলব নতুন দ্বার"
চাই তো জন্মদিন, এক নয় শতবার।
কতজন মনে রাখে আমার জন্মদিন!
অনাহুত জিজ্ঞাসা বাজাতে পারে না বিন।
নিজের জন্মদিন ভুলে যাওয়া মুশকিল
কচিৎ এমনও হয় সময় খোলে না খিল।
প্রতিদিন লাখে লাখে জন্মদিন পালন
সব কি আড়ম্বরে! কিছু খুব সাধারণ।
জ্ঞানের বৃদ্ধি হলে, ভাবি না কী করে এলো
সে জ্ঞান লাগাই কাজে, সুযোগ পেলেই হলো।
জন্মে পেয়েছি প্রাণ, প্রাণ নিয়ে বেঁচে থাকি
কী ভাবে বাঁচব ভালো মাথায় সেটাই রাখি।
মানালে জন্মদিন, সেদিন ভালই যায়
এটাই তো বসে গেছে আমার ধারণায়।
জন্ম না হলে নেই জন্মদিন পালন
কল্পিত কোনো দিন ভাববে না কোন মন।
কার কি যে মতামত জন্মদিনটি নিয়ে!
এই মতামত নয় সমতাকে জড়িয়ে।
যে যার জন্মদিনে যা ইচ্ছে করে যাক
আসুক বা না আসুক শুভেচ্ছা ঝাঁক ঝাঁক।
সুবীর সেনগুপ্ত