//জন্মদিন কি নয় উপহার!//
আবার আবার আবার এসেছে
আসতে থাকবে তাও জানা আছে
শুধু জানা নেই আগমন হবে কতবার
মৃত্যু দিন যে থাকে অজ্ঞাত সব্বার।
কেউ কি কখনো পারবে করতে
জন্মদিন তার নিজ পছন্দে
নিজ ইচ্ছাতে জন্ম যে হতে পারে না
মেনে নিতে কেউ প্রতিবাদ করবে না।
বিশেষ এসে একটি দিনের সমান
জন্মদিন তাই পায় সম্মান
সম্মানে আসে পরিবর্তন প্রতি বছর
অনেকেরই এই দিন হয় অনাড়ম্বর।
অনেক অনেক দিনের মধ্যে
এই একদিন থাকে আরাধ্যে
স্মরণ করি না কিন্তু কখনো ভুলি না
সামনে এলেই পালন করতে ছাড়ি না।
পৃথিবীর বুকে হলে পদার্পণ
আরম্ভ হয় একটি জীবন
বহু কিছু পাই, পেয়ে যাই জন্মদিন
এই পাওয়া থেকে বৃদ্ধি হয়না ঋণ।
এই দিন এলে হয় উদযাপন
একা একা নয় সাথে বহুজন
তাঁরাই বিলিয়ে দেয় খুশি রাশি রাশি
আর এই খুশি তাড়াতাড়ি হয় বাসি।
তুমি মানো, আমি মানি জন্মদিন
ভাবি কি এদিন পুরনো সেদিন!
সেদিন পেয়েছে ইতিহাসে এক স্থান
ইতিহাস হতে পারে না বর্তমান।
বৈশিষ্ট্যপূর্ণ এ দিন সবার
সকলেই পাই এই উপহার
এই দিন নিয়ে যার যা ধারণা থাক
কাউকে করেনা জন্মদিন অবাক।
সুবীর সেনগুপ্ত